AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টাকা না দিয়ে এই জিনিসগুলো বাড়িতে আনছেন? ঘটতে পারে বিপদ

বিনা টাকা-পয়সা ঘরে দই নিয়ে এলে উত্তেজনা ও অশান্তির পরিবেশ তৈরি হতে পারে।বাস্তুশাস্ত্র মতে, দই এমন একটি জিনিস যা টাকার বিনিময় ছাড়া কাউকে দেওয়া বা নেওয়া উচিত নয়। এর জেরে অর্থসঙ্কট দেখা দিতে পারে।

টাকা না দিয়ে এই জিনিসগুলো বাড়িতে আনছেন? ঘটতে পারে বিপদ
| Edited By: | Updated on: Aug 31, 2025 | 2:59 PM
Share

রোজকার জীবনে চলাফেরার পথে বহু মানুষর সঙ্গে দেখা-সাক্ষাত্‍ হয়ে থাকে। তার মধ্যে সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়। দেখা করার পাশাপাশি নিজের অজান্তেই এমন অনেক কিছু জিনিস বাড়িতে নিয়ে আসা হয়, তার জেরে বহু কষ্টের কারণ হতে পারে। রান্নাঘরের বা রাস্তাঘাটে চলাফেরার মতে, দরকারে বা অদরকারে অনেক জিনিস হাতে নিয়ে ঘরে আসা হয়। এই ছোটখাটো জিনিসগুলিই জীবনে সমস্যার বন্যা আনতে পারে। কেন হচ্ছে, কী থেকে হচ্ছে, তার বোজার উপায় থাকে না। আসলে বাস্তু অনুসারে, এই জিনিসগুলি কখনওই বিনামূল্যে নেওয়া উচিত নয়। বিনা পয়সায় বেশ কিছু জিনিস হাতে নিয়ে ঘরে এলে বাড়ির সুখ ও সমৃদ্ধি তো দূরে চলে যায়ই, সঙ্গে শুরু হয় আর্থিক কষ্ট। এমনকি শনির প্রকোপেও পড়তে পারেন। শনির রোষে পড়ে অল্প সময়ের মধ্যে জীবনে নেমে আসতে পারে দারিদ্রের ঝড়ও।

দই: অনেক সময় বাড়িতে রান্না করার সময় কিছু জিনিস না থাকলে বা ফুরিয়ে গেলে প্রতিবেশীর কাছ থেকে সেই জিনিস ধার করে নিয়ে আসার এক অন্যতম রেওয়াজ রয়েছে ভারতীয়দের মধ্যে। সেই জিনিসের মধ্যে দই হল অন্যতম। বিনা টাকা-পয়সা ঘরে দই নিয়ে এলে উত্তেজনা ও অশান্তির পরিবেশ তৈরি হতে পারে।বাস্তুশাস্ত্র মতে, দই এমন একটি জিনিস যা টাকার বিনিময় ছাড়া কাউকে দেওয়া বা নেওয়া উচিত নয়। এর জেরে অর্থসঙ্কট দেখা দিতে পারে।

লবণ: অনেক সময় রান্না করা সময় নুন ফুরিয়ে যায়। প্রয়োজনের কারণে প্রতিবেশীদের কাছ থেকে অল্প নুন আনতে যাওয়া হয়। তবে এই প্রতিবেদন পড়ার পর আর কখনও প্রতিবেশীর কাছ থেকে নুন আনতে যাবেন না। ধার করে বা বিনামূল্যে লবণ নেওয়া হলে জীবনে বড় সমস্যা দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে, বাড়িতে লবণ ফুরিয়ে গেলে ভুল করেও টাকা ছাড়া কাউকে দেবেন না বা কারও কাছ থেকে নেবেন না। জ্যোতিষশাস্ত্রে শনিদেবের সঙ্গে লবণের যো গ রয়েছে। লবণ দান করলে শনিদেবের ক্রোধ হতে পারে। টাকা দিয়ে না কেনা হলে ব্যবসা ও জীবনে অর্থসঙ্কট যেমন দেখা দেবে. ঋণেও ডুবে যেতে পারেন আপনি।

দেশলাইয়ের বাক্স: টাকা না নিয়ে কখনও দেশলাইয়ের বাক্স নেওয়া বা দেওয়া উচিত নয়। কারণ দেশলাই সরাসরি আগুনের সঙ্গে জড়িত। বাস্তুশাস্ত্র অনুসারে, এমনটা করা হলে পরিবারের সদস্যদের মধ্যে রাগ ও বিবাদ আরও বাড়তে পারে। ঘরের শান্তি ব্যহত হতে পারে।

কালো তিল : কখনও কাউকে কালো তিল ধার দেওয়া বা নেওয়া উচিত নয়। বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে যে এমন কাজ করলে জীবনে সমস্যার ঝড় আসতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কালো তিল রাহু-কেতুর সঙ্গে শনির সম্পর্ক রয়েছে। আর কালো তিল শনির খুব পছন্দের। শনিবার কখনও কাউকে কালো তিল ধার দেবেন না।

রুমাল: টাকা দিয়ে না কিনলে কারওর কাছ থেকে রুমাল নেওয়া বা দেওয়া উচিত নয়। এই নিয়ম অনেকেরই জানা। এমনকি খুব কাছের জনের থেকেও এই কাজ করবেন না। এতে গৃহে বিবাদ তৈরি হতে পারে। জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে, রুমাল কাউকে উপহার হিসাবে দেওয়া উচিত নয়। তাতে সম্পর্কে ফাটল ধরতে বেশি সময় লাগে না।