Ganesh Chaturthi 2023: গণেশ বন্দনার সময় ‘গণপতি বাপ্পা মোরিয়া’ বলা হয় কেন? জানুন পৌরাণিক কাহিনি

Lord Ganesh: সিন্ধুকে বধ করার জন্য গণেশ ইঁদুরকে নয়, ময়ূরকে বাহন হিসাবে বেছে নিয়েছিলেন। ধারণ করেছিলেন ছয়টি অস্ত্রের রূপেও। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিন্ধুকে বধ করার করে তিনি সকল মর্ত্যবাসীকে রক্ষা করেছিলেন। শান্তি ও সুখ প্রদান করেছিলেন।

Ganesh Chaturthi 2023: গণেশ বন্দনার সময় 'গণপতি বাপ্পা মোরিয়া' বলা হয় কেন? জানুন পৌরাণিক কাহিনি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 9:30 AM

সারা ভারতেই গণেশ চতুর্থী অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়। বর্তমানে কলকাতা-সহ বাংলার বিভিন্ন এলাকায় গণেশকে নিয়ে বেশ আড়ম্বর করে পুজো-পাঠ করার উন্মাদনা দেখা গিয়েছে। মহারাষ্ট্রের মতো তনা হলেও পাড়ায় পাড়ায় গণেশ পুজো এখন বেশ পরিচিত। বিশ্বকর্মার পাশাপাশি গণেশ পুজোর প্যান্ডেল তৈরি করতে দেখা যায়। বাড়িতেও সিদ্ধিদাতা এনে পুজো করা হয়। আর এই পুজোয় একটি লাইন অত্যন্ত জনপ্রিয়। পুজোপাঠ শেষে ও বিসর্জনের সময় গণপতি বাপ্পা মোরিয়া… এই তিন শব্দ উচ্চারণ করা হয়। কিন্তু কেন করা হয়, তা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। আবার সর্বপরি গণপতিকে মোরিয়া কেন বলা হয়?

অবতার

গণেশ পুরাণ অনুসারে, প্রাচীনযুগে সিন্ধু নামে এক অত্যন্ত শক্তিশালী ও বলিয়ান অসুর ছিল। পরাক্রশালী হওয়ার পাশাপাশি খুব খারাপ প্রবৃত্তিও ছিল তার। মানুষ দুঃখ-কষ্ট থাকলে খুব খুশি ও মজা পেত। নৃশংসতার সঙ্গে বিরক্ত করতে ভিন্ন সময় কৌশল উপায় বের করত। শুধু সাধারণ মানুষই নন, দেব-দেবীরাও তার অত্যাচার ও সন্ত্রাসী মনোভাবে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। ঋষি-সন্ন্যাসীদের জন্য যজ্ঞ ইত্যাদি করা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছিল। কীভাবে সিন্ধুর হাত থেকে রক্ষা পাওয়া যায়, সেই উপায় খুঁজে পেতে গণেশের শরণাপন্ন হন তাঁরা।

পৃথিবীকে শান্তিতে ফিরিয়ে আনতে অসুর সিন্ধুকে বধ করার জন্য গণেশই ছিলেন সকলের রক্ষক। কারণ গণেশের জন্মই হয়েছিল ভক্তদের রক্ষা করতে ও শান্তি প্রদান করতে। সকলের দুঃখ ঘোচাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। সিন্ধুকে বধ করার জন্য গণেশ ইঁদুরকে নয়, ময়ূরকে বাহন হিসাবে বেছে নিয়েছিলেন। ধারণ করেছিলেন ছয়টি অস্ত্রের রূপেও। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিন্ধুকে বধ করার করে তিনি সকল মর্ত্যবাসীকে রক্ষা করেছিলেন। শান্তি ও সুখ প্রদান করেছিলেন। তারপর থেকে ভক্তরা গণেশ পুজোর সময় “গণপতি বাপ্পা মোরিয়া” ধ্বনি দিয়ে তাঁর এই অবতারকে বন্দনা করে থাকেন।

পুজোর সময় শুধু তাই নয়, এ কারণেই গণেশের মূর্তি বিসর্জন করার সময়েও ‘গণপতি বাপ্পা মোরিয়া ধ্বনি তোলেন ভক্তরা। গণপতি বাপ্পার সঙ্গে যুক্ত মোরিয়া শব্দের পিছনে ভগবান গণেশের ময়ূরেশ্বর রূপকে বর্ণনা করা হয় বলেই মনে করা হয়।