Lunar Eclipse: রাত ফুরোলে চন্দ্রগ্রহণ! কলকাতা থেকে দেখতে পাবেন ব্লাড মুন?
Lunar Eclipse 2025: এবছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে, অর্থাৎ ৭ সেপ্টেম্বর, রবিবার রাতে। এই সময়ে চাঁদ লালাভ আভায় আবৃত হয়ে উঠবে। যাকে অনেকে 'ব্লাড মুন' বলেন। আবার ভারত থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ফলে প্রযোজ্য হবে সূতক কালও।

হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিদ্যায় তো বটেই, এই বিশেষ ঘটনার ধর্মীয় দিক থেকেও এর তাৎপর্য রয়েছে। এবছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে, অর্থাৎ ৭ সেপ্টেম্বর, রবিবার রাতে। এই সময়ে চাঁদ লালাভ আভায় আবৃত হয়ে উঠবে। যাকে অনেকে ‘ব্লাড মুন’ বলেন। আবার ভারত থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ফলে প্রযোজ্য হবে সূতক কালও।
এই চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ৫৭ মিনিটে। শেষ হবে ৮ সেপ্টেম্বর ভোর ১টা ২৬ মিনিটে। চন্দ্রগ্রহণের মোট স্থায়িত্ব প্রায় ৩ ঘন্টা ২৯ মিনিট।
বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, গ্রহণ রাত ১১টা থেকে ১২টা ২২ মিনিট পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এই সময় চাঁদকে সবচেয়ে বেশি লালাভ দেখাবে।
সূতক কাল শুরু হবে ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫৭ মিনিটে। চলবে গ্রহণের শেষ পর্যন্ত, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর ১টা ২৬ মিনিটে শেষ হবে।
সূতক কালে হিন্দু শাস্ত্র অনুযায়ী মন্দিরের দরজা বন্ধ থাকে। কোনও শুভ কাজ বা ধর্মীয় অনুষ্ঠান এই সময় সম্পূর্ণ নিষিদ্ধ। আর কী কী করা থেকে বিরত থাকতে হবে?
চন্দ্রগ্রহণের সময় কী করবেন না?
খাবার রান্না বা খাওয়া এড়িয়ে চলা উচিত। সূঁচ, কাঁচি, ছুরি ইত্যাদি ধারালো বস্তু ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পূজা-অর্চনা, মন্ত্রজপ বা যেকোনো শুভ কাজ এ সময়ে নিষিদ্ধ বলে ধরা হয়।
কোথায় দেখা যাবে এই গ্রহণ?
ভারতে দিল্লি, মুম্বই, কলকাতা, পুনে, লখনউ, হায়দরাবাদ ও চণ্ডীগড়সহ প্রায় সব জায়গা থেকে গ্রহণ দৃশ্যমান হবে। এছাড়াও, দেখা যাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চল এবং অ্যান্টার্কটিকার কিছু অংশে।
এই গ্রহণ ঘটবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে, যখন চাঁদ অবস্থান করবে কুম্ভ রাশিতে। জ্যোতিষশাস্ত্র মতে, এই সময় বিভিন্ন রাশির ওপর বিশেষ প্রভাব পড়তে পারে। কুপ্রভাব থেকে সুরক্ষিত থাকতে উপবাস করা, মন্ত্রজপ করা এবং গ্রহণ-পরবর্তী সময়ে স্নান করে দানধ্যান করতে পারেন।
