Pitru Paksha 2025: পিতৃপক্ষের শেষ দিন, আজ কী কী করলে মুক্তি পাবেন পিতৃদোষ থেকে?
Pitru Dosh: পিতৃপক্ষের শেষ দিন পরিচিত মহালয়া নামে পরিচিত। বিশ্বাস এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু উপাচার পালন করলে পিতৃদোষ নাশ হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। কী ভাবে দূর করবেন পিতৃদোষ?

হিন্দু শাস্ত্র মতে পিতৃপক্ষ পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, তাঁদের শান্তি প্রার্থনার বিশেষ সময় বলে গণ্য করা হয়। এই ১৬ দিন ধরে পিণ্ডদান, তর্পণ, ব্রাহ্মণভোজন ইত্যাদি নানা আচার পালিত করার কথা বলা রয়েছে। বিশেষ করে যাঁদের পরিবারে অকাল মৃত্যু, সন্তানের অভাব, কর্মে বিঘ্ন, অশান্তি বা ক্রমাগত দুর্ভাগ্য দেখা দেয়, তাঁদের জীবনে পিতৃদোষ থাকতে পারে বলে মনে করা হয়। যা কাটানোর জন্য শ্রেষ্ঠ সময় এই পিতৃপক্ষ। পিতৃপক্ষের শেষ দিন পরিচিত মহালয়া নামে পরিচিত। বিশ্বাস এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু উপাচার পালন করলে পিতৃদোষ নাশ হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। কী ভাবে দূর করবেন পিতৃদোষ?
১। পিণ্ডদান – পিতৃপক্ষের শেষ দিনে গঙ্গা, যমুনা বা পবিত্র নদীর তীরে পিণ্ডদান করা অত্যন্ত শুভ। যব, চাল, তিল ও মধু দিয়ে পিণ্ড তৈরি করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এতে তাঁদের অশান্ত আত্মা শান্তি পায়। পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করবেন।
২। তর্পণ – তর্পণ মানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্ঘ্য প্রদান। কালো তিল, জল ও কুশ ঘাস নিয়ে সূর্যের দিকে মুখ করে তর্পণ করলে পিতৃদোষ দূর হয় বলে বিশ্বাস। তর্পণের মাধ্যমে ভক্তরা তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পূর্বপুরুষের আত্মার কল্যাণ কামনা করেন।
৩। ব্রাহ্মণ ও দরিদ্রভোজন – শাস্ত্র মতে, মহালয়ার অমাবস্যায় ব্রাহ্মণ ও গরিবদের ভোজন করালে অশেষ পুণ্য লাভ হয়। তাঁদের দান-দক্ষিণা দিলে পিতৃদোষ নাশ হয় এবং পূর্বপুরুষরা সন্তুষ্ট হন। অনেকেই এদিন ভাত, ডাল, শাক-সবজি, খিচুড়ি ও মিষ্টি দান করেন।
৪। দান – এদিন গরিব ও অভাবীদের বস্ত্র, অন্ন, তিল, সোনা, রূপা বা নিজের সাধ্য অনুযায়ী দান করার প্রথা রয়েছে। দানের মাধ্যমে পূর্বপুরুষরা তৃপ্ত হন এবং পরিবারে কল্যাণ ঘটে। বিশেষ করে কালো তিল ও খাদ্যদানকে মহাপুণ্যজনক বলা হয়।
৫। পবিত্র স্নান – ভোরে উঠে গঙ্গা বা যেকোনও পবিত্র জলে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই স্নান পূর্বপুরুষদের উদ্দেশ্যে পবিত্র নিবেদন হিসেবে ধরা হয়। যদি নদী বা তীর্থে যাওয়া সম্ভব না হয়, তবে ঘরে গঙ্গাজল মিশিয়ে স্নান করা যেতে পারে।
৬। অক্ষত ও প্রদীপ নিবেদন – পূর্বপুরুষদের নামে অক্ষত চাল এবং প্রদীপ নিবেদন করা শুভ। বিশ্বাস করা হয়, প্রদীপের আলো অশান্ত আত্মাদের অন্ধকার দূর করে মুক্তির পথ দেখায়।
৭। পূর্বপুরুষ স্মরণ ও প্রার্থনা – এই দিনে পরিবার মিলে পূর্বপুরুষদের ছবি বা স্মৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে তাঁদের আশীর্বাদ লাভ হয়। ভক্তিভরে স্মরণ করাই পিতৃদোষ নাশের অন্যতম সহজ উপায়।
