AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhai Phota 2023: ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় বাম হাতের কড়ে আঙ্গুলই কেন ছোঁয়া হয়?

Hindu Rituals: পুরাণ মতে, শ্রীকৃষ্ণের খুব কাছের ও প্রাণের বোন ছিলেন সুভদ্রা। নরকাসুরকে বধ করার পর কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়ার দিন দ্বারকাতে ফিরে আসেন শ্রীকৃষ্ণ। দাদার বিজয় উত্‍সবকে স্বাগত জানাতে শুভদ্রা পুজোর থালি নিয়ে তিলকের ফোঁটা পরিয়ে দ্বারকাতে প্রবেশ করার অনুমতি দেন।

Bhai Phota 2023: ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় বাম হাতের কড়ে আঙ্গুলই কেন ছোঁয়া হয়?
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 9:30 AM
Share

প্রতিবছর নিয়ম মেনে কালীপুজোর পর, কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়ায় পালিত হয় ভাইফোঁটা। বাঙালির কাছে এই উত্‍সব বিশেষ মর্যাদা রাখে। এদিন বোন-দিদিরা এদিন ভাই-দাদাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করে থাকেন। মনে করা হয় , যমের দুয়ারে কখনও ভাইকে যেতে না হয়। যমলোক থেকে ভাইয়ের প্রাণভিক্ষা চাওয়ার রীতিকেই ভাইফোঁটা বলা হয়। হিন্দু পুরাণ অনুসারে, শ্রীকৃষ্ণ ও সুভদ্রার ভাইফোঁটার কাহিনির উল্লেখ পাওয়া যায়।

পুরাণ মতে, শ্রীকৃষ্ণের খুব কাছের ও প্রাণের বোন ছিলেন সুভদ্রা। নরকাসুরকে বধ করার পর কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়ার দিন দ্বারকাতে ফিরে আসেন শ্রীকৃষ্ণ। দাদার বিজয় উত্‍সবকে স্বাগত জানাতে শুভদ্রা পুজোর থালি নিয়ে তিলকের ফোঁটা পরিয়ে দ্বারকাতে প্রবেশ করার অনুমতি দেন। স্বাগত জানাতে বোনের এমন এলাহি আয়োজন দেখে আপ্লুত হয়ে যান শ্রীকৃষ্ণ। ভাইবোনের অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধাকে সম্মান জানাতে প্রতি বছর কার্তিক মাসের এই পবিত্র দিনে ভাইফোঁটার আয়োজন করা হয় বাঙালির ঘরে ঘরে।

ভাইফোঁটা দেওয়ার পদ্ধতি নিয়ে আগেই আলোচনা করা হয়েছে। তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ফোঁটা দেওয়ার সময় হাতের কড়ে আঙুল কেন ব্যবহার করা হয়? সনাতন ধর্ম অনুসারে, হাতের পাঁচটি আঙুলকে পঞ্তভূতের প্রতীক বলে মনে করা হয়। পাঁচটি আঙুল ক্ষিতি, অপ, তেজ, মরুত্‍ ও ব্যোম হিসেবে দেখা হয়। আর ব্যোম হল হাতের কড়ে আহুল। যা মহাশূণ্যের প্রতীক। শাস্ত্রমতে, ভাইবোনের অপার ভালবাসা মহাশূণ্যের মতোই অসীম, বিস্তৃত। তাই বোনেরা দাদা-ভাইয়ের কপালে কড়ে আঙুল দিয়ে ভাইফোঁটা দেওয়ার রীতি রয়েছে। এদিন ভাইয়ের মঙ্গলকামনার জন্যই ফোঁটা দেন বোন-দিদিরা। এদিন ফোঁটার মাধ্যমে ভাইবোনের সম্পর্ককে আরও দৃঢ় করে, মজবুত করে, উপহার বিনিময় করে আনন্দোত্‍সব পালন করে থাকেন। এই মধুর সম্পর্ককে জিইয়ে রাখতে এদিনের উত্‍সবের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ভাইবোনেরা। দিদি বা বোনের ফোঁটা নিতে বিদেশ থেকেও বাডডি পোঁছে যান এদিন ভাইয়েরা। যতই সম্পর্কে ভাঙন ধরুক না কেন, এদিন ভাই-বোনেরা একে অপরকে ছেড়ে থাকতে পারেন না।