Shiv Puja Tips: শিবলিঙ্গ নয়, নন্দী মুদ্রা পুজো করুন মহিলারা! মাথায় রাখুন এই সঠিক নিয়মগুলি
Hindu Puja Rules: কথিত আছে যে ভগবান শিবকে খুশি করার জন্য কোনও বিশেষ উপকরণের প্রয়োজন হয় না, তবে ভগবান শিবের শিবলিঙ্গ রূপের পুজো সংক্রান্ত কিছু নিয়ম মেনে চলা উচিত। একটু ভাল করে দেখলে, দেখতে পাবেনস শিবলিঙ্গ পুজো করার সময় অনেকেই শিবলিঙ্গ স্পর্শ করেন। জ্যোতিষশাস্ত্রে শিবলিঙ্গকে পুরুষের অঙ্গ হিসেবে চিহ্ণিত করা হয়।

বাঙালির অনেক বাড়িতেই শিবপুজো হয় রোজ। নিত্য শিবসেবা করলে শুভ ফল লাভ করা সম্ভব বলে মনে করা হয়। এছাড়া সনাতন শিবলিঙ্গ পুজো করার বিশেষ তাত্পর্য রয়েছে। কথিত আছে যে ভগবান শিবকে খুশি করার জন্য কোনও বিশেষ উপকরণের প্রয়োজন হয় না, তবে ভগবান শিবের শিবলিঙ্গ রূপের পুজো সংক্রান্ত কিছু নিয়ম মেনে চলা উচিত। একটু ভাল করে দেখলে, দেখতে পাবেনস শিবলিঙ্গ পুজো করার সময় অনেকেই শিবলিঙ্গ স্পর্শ করেন। জ্যোতিষশাস্ত্রে শিবলিঙ্গকে পুরুষের অঙ্গ হিসেবে চিহ্ণিত করা হয়। হিন্দুমতে, মহিলারা শিবলিঙ্গ স্পর্শ করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বহু মহিলা রয়েছেন, যাঁরা অন্ধভক্তের মতো শিবলিঙ্গ সেবা করে থাকেন। যাঁরা শিবলিঙ্গ স্পর্শ করতে চান, তারা নন্দী মুদ্রা স্পর্শ করতে পারেন। এই ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা নেই।
নন্দী মুদ্রা কী?
জ্যোতিষশাস্ত্রে, যে স্থানে নন্দীর মতো শিবের অবস্থান হয়, তাকেই নন্দী মুদ্রা বলা হয়। এই ভঙ্গিতে ভগবান শঙ্করের আরাধনা করলে তিনি অত্যন্ত খুশি হন। নন্দী মুদ্রা পুজো করা হলে জীবনের সমস্ত বাধাও দূর করে। এই অবস্থায় ভগবান শিবের কৃপায় চাওয়া প্রতিটি ইচ্ছা পূরণ হয়। তাই এই মুদ্রা মহিলাদের পুজো করা উচিত। সব সমস্যা বা অসুবিধা থেকে মুক্তি ভগবান শিবের এই মন্ত্রগুলি জপ করতে পারেন।
ভগবান শঙ্করের নামের তালিকা
শ্রী শিবায় নমঃ।
শ্রী শঙ্করায় নমঃ।
শ্রী মহেশ্বরায় নমঃ।
শ্রী সম্বাসদা শিবায় নমঃ।
শ্রী রুদ্রায় নমঃ।
ওম পার্বতীপতয়ে নমঃ।
ওম নমো নীলকণ্ঠায় নমঃ।
