অস্ট্রেলিয়ান ওপেনে নেই মারে

করোনার পর এটাই ছিল প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। রাফায়েল নাদাল, নোভাক জকোভিচদের মতো তারকারা অস্ট্রেলিয়ান ওপেনে নামলেও বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা মারে সরে গেলেন।

অস্ট্রেলিয়ান ওপেনে নেই মারে
অস্ট্রেলিয়ান ওপেনে নেই মারে। (সৌজন্যে-অ্যান্ডি মারে টুইটার)
Follow Us:
| Updated on: Jan 23, 2021 | 2:00 PM
লন্ডন: অস্ট্রেলিয়ান ওপেনে নামছেন না অ্যান্ডি মারে। করোনায় সংক্রমিত হওয়ার পর তাঁর এই টুর্নামেন্টে নামা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিলই। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে প্লেয়ার জন্য কোয়ারান্টিন বাধ্যতামূলক করা হয়েছে। আর তা নিয়ে ব্যাপক বিতর্কও চলছে। জোকার সহ অনেক প্লেয়ারই অভিযোগ করেছেন আয়োজকদের কোয়ারান্টিন নিয়ম শিথিল করার জন্য। ১৪ দিনের কোয়ারান্টিনের সময় প্র্যাক্টিসেও নামতে পারছেন না প্লেয়াররা।
এক বিবৃতিতে মারে বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে আমি নামছি না। টেনিস অস্ট্রেলিয়ার সঙ্গে বেশ কয়েক দিন ধরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। যাতে একটা সমাধানসূত্র বের করতে পারি। এমন কোয়ারান্টিন চাইছিলাম, যেখানে নিয়মিত প্র্যাক্টিসও করতে পারব। কিন্তু সেটা পাওয়া যায়নি।’
করোনার পর এটাই ছিল প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। রাফায়েল নাদাল, নোভাক জকোভিচদের মতো তারকারা অস্ট্রেলিয়ান ওপেনে নামলেও বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা মারে সরে গেলেন। চোটের জন্য তিনিও দীর্ঘ দিন কোর্টের বাইরে ছিলেন। ভাবা হচ্ছিল, অস্ট্রেলিয়ান ওপেন থেকেই ফের ফর্মে দেখা যাবে মারেকে। মারে যদিও বলেছেন, ‘প্রত্যেকে আমার জন্য অনেক চেষ্টা করেছে। তবে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে না পারার জন্য আমার অত্যন্ত খারাপ লাগছে। ওই টুর্নামেন্টটা আমার বরাবরের প্রিয়।’