AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women’s Cricket World Cup 2025: ভারতে আজ শুরু বিশ্বকাপ, গুগলের বিশেষ সেলিব্রেশন

Google Doodle: এশিয়ান গেমসে সোনা, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপো এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সও। ভারতীয় সিনিয়র দলের আইসিসি টুর্নামেন্টে কোনও ট্রফি নেই। ঘরের মাঠে সেই আক্ষেপ মেটানোই লক্ষ্য হরমনপ্রীত কৌরদের। ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের বিশেষ সেলিব্রেশনে গুগলও।

Women's Cricket World Cup 2025: ভারতে আজ শুরু বিশ্বকাপ, গুগলের বিশেষ সেলিব্রেশন
Image Credit: ScreenGrab
| Updated on: Sep 30, 2025 | 12:20 PM
Share

মেয়েদের ক্রিকেটে আজ ঐতিহাসিক দিন। দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপ হচ্ছে ভারতে। মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দুই আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতে মেয়েদের ক্রিকেট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। বলা যায়, চিত্র অনেকটা বদলেছে ২০১৭ সাল থেকে। সে বার ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। অল্পের জন্য আয়োজক ইংল্যান্ডের কাছে হার। কিন্তু সেই লড়াইটা সকলের মনে গেঁথে গিয়েছিল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেরও ফাইনালে উঠেছে। এশিয়ান গেমসে সোনা, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপো এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সও। ভারতীয় সিনিয়র দলের আইসিসি টুর্নামেন্টে কোনও ট্রফি নেই। ঘরের মাঠে সেই আক্ষেপ মেটানোই লক্ষ্য হরমনপ্রীত কৌরদের। ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের বিশেষ সেলিব্রেশনে গুগলও।

হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানার কাছে এই বিশ্বকাপ অনেক বেশি চ্যালেঞ্জের। প্রতাশার পাহাড়প্রমাণ চাপ। এর আগেও ফাইনাল খেলেছেন তাঁরা। ট্রফির আক্ষেপ মেটেনি। ঘরের মাঠে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজও খেলেছে ভারত। এ ছাড়াও ওয়ার্ম আপ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে জোড়া সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি করেছেন স্মৃতি মান্ধানা। এর মধ্যে এক ম্যাচে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। বিশ্বকাপেও সেই ফর্ম ধরে রাখতে মরিয়া।

ভারতের মাটিতে মেয়েদের বিশ্বকাপ ঘিরে গুগলের বিশেষ উদ্যোগ। নানা ক্ষেত্রে দেখা যায় কোনও বিশেষ কারণে গুগল ডুডল পরিবর্তন হয়ে থাকে। সার্চ বারের সঙ্গে থাকে স্পেশাল ডুডল। তারাও যে সেলিব্রেট করছে, এর মাধ্যমে সেটা জানান দেয় গুগল। মেয়েদের বিশ্বকাপ উপলক্ষেও ডুডল পরিবর্তন হয়েছে। ব্যাট-বল-উইকেট দিয়ে গুগল দুর্দান্ত একটা ডুডল প্রকাশ করেছে। ওয়ান ডে বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ হবে। আট দেশের এই টুর্নামেন্টে এ বার অন্যতম ফেভারিট হিসেবে নামছে ভারতীয় দল।