Virat Kohli, IPL 2023: ১৬ বছরের ব্যর্থতার দায় নিয়ে কি আরসিবি ছাড়ছেন বিরাট কোহলি?
Virat Kohli in RCB : আরসিবিতে যখন যোগ দিয়েছিলেন বিরাট, তখন তাঁর বয়স মাত্র ১৮। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলছিলেন ভারতের হয়ে। তরুণ ক্রিকেটার হিসেবে তাঁকে নেওয়া হয়েছিল। আরসিবি থেকেই উত্থান তাঁর। সাফল্যের আকাশে উঠে পড়া। ক্রিকেট ব্র্যান্ড হয়ে ওঠা। আরসিবি তাঁকে দু'হাত ভরে দিয়েছে অনেক কিছু। শুধু আইপিএল ট্রফিটা অধরা থেকে গিয়েছে আজও।
কলকাতা: কপাল কেন সঙ্গ দেয় না তাঁর? এ বারের আইপিএলেও (IPL 2023) চর্চার বিষয় এটাই। প্রতিবার দারুণ শুরু করে টিম। একের পর এক ম্যাচ জিতে স্বপ্নের বেলুন উড়িয়ে দেয়। কিন্তু গ্রুপ লিগের শেষে দেখা যায়, প্লে-অফের দরজা আর খুলতে পারল না। ১৬ বছরেও এই ছবি পাল্টাল না আরসিবির (RCB)। দারুণ টিম, তারকায় ছড়াছড়ি, প্রায় সবাই ফর্মে, তবু হতাশার গল্পই শুনিয়ে যায়। ক্রিস গেইল, এবি ডে ভিলিয়ার্স, ফাফ ডু’প্লেসিদের মতো তারকা এসেছেন। তবু পরিস্থিতি পাল্টায়নি। বিরাট কোহলি (Virat Kohli) এবং তাঁর সাধের আরসিবি ব্যর্থতায় অন্ধকারেই ডুবে গিয়েছে। এই আইপিএলেরও তাই ঘটেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিতলেই টিম প্লে-অফে যাবে, এমন পরিস্থিতি বিরাট কোহলির আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন একাই ছিনিয়ে নিয়েছেন শুভমন গিল। ১৬ বছরের টানা ব্যর্থতার দায় নিয়ে বিরাট কী ভাবছেন? বলা হচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছাড়তে পারেন তিনি। সত্যিই কি তাই? কেন এমন ভাবনা? বিস্তারিত TV9Bangla Sportsএ।
আরসিবিতে যখন যোগ দিয়েছিলেন বিরাট, তখন তাঁর বয়স মাত্র ১৮। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলছিলেন ভারতের হয়ে। তরুণ ক্রিকেটার হিসেবে তাঁকে নেওয়া হয়েছিল। আরসিবি থেকেই উত্থান তাঁর। সাফল্যের আকাশে উঠে পড়া। ক্রিকেট ব্র্যান্ড হয়ে ওঠা। আরসিবি তাঁকে দু’হাত ভরে দিয়েছে অনেক কিছু। শুধু আইপিএল ট্রফিটা অধরা থেকে গিয়েছে আজও। এই মরসুম শুরুর আগে ভাবা হয়েছিল ৩৪ বছরের বিরাটের অপেক্ষা হয়তো এ বার শেষ হবে। কিন্তু দেখা গেল উল্টো ছবি। আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। টুপির আড়ালে ঢেকে নিয়েছিলেন মুখ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকেই তারপর থেকেই বলতে শুরু করেছিলেন, ট্রফি জেতার স্বপ্নপূরণ করতে হলে বিরাটকে আরসিবি ছাড়তে হবে। সেই পথেই কি হাঁটতে শুরু করেছেন বিরাট?
আলোচনার কেন্দ্রে একটা টুইট। কেভিন পিটারসেন যে টুইটে লিখেছেন, ‘এ বার সময় হয়েছে, বিরাটকে এগিয়ে যেতে হবে। রাজধানীর কোনও টিমের জন্য।’ এই কয়েক ছত্রের টুইট বেশ হইচই ফেলে দিয়েছে। ইংল্যান্ডের প্রাক্তনের সঙ্গে ভারতীয় ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেটের বেশ ভালো যোগাযোগ পিাটরসেনের। কমেন্ট্রি করতে আসেন নিয়মিত। ভারতীয় তারকাদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো। সে দিক থেকেই কি পরামর্শ দিয়েছেন বিরাটকে? তা হতেও পারে। আবার এই টুইট ইঙ্গিতও হতে পারে। বিরাট যদিও এর আগে বহুবার বলেছেন, তিনি আরসিবির হয়েই কেরিয়ারের শেষ দিন পর্যন্ত খেলতে চান। কিন্তু অতীতে যা বলেছেন, ভবিষ্যতেও তাই হবে, এমন মনে করার কোনও কারণ দেখতে পাচ্ছেন না অনেকেই। বিশেষ করে, ট্রফি জেতার স্বপ্ন আরসিবিতে থাকলে আদৌ পূরণ হবে কিনা বিরাটের, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। শুধু তারকা দিয়ে ট্রফি জেতা যায় না। তার জন্য দরকার পড়ে চ্যাম্পিয়ন্স লাক। যা আরসিবির নেই। অন্তত এই ১৬ বছরে বারবার তা প্রমাণিত হয়েছে। তাই কি নিজের ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়তে চান বিরাট?
Time for VIRAT to make the move to the capital city…! #IPL
— Kevin Pietersen? (@KP24) May 22, 2023
যত সহজে বিরাটের আরসিবির ছাড়ার কথা বলা হচ্ছে বা মনে করে হচ্ছে, তা এত সহজ নয়। আরসিবির সঙ্গে বিরাট মানসিক যোগ ছিঁড়তে পারবেন আদৌ?