T20 World Cup 2021: ‘বাবরদের সমস্যায় ফেলতে পারে বরুণ’, বলছেন আক্রম
আক্রম বলেন, 'বরুণ চক্রবর্তী সমস্যা ফেলতে পারে পাকিস্তানকে। ওকে পাক ক্রিকেটাররা খুব বেশি দেখেনি। আমার মনে হয়, পাক ব্যাটারদের উচিত ওর ভিডিও খুটিয়ে দেখা। ও যদি এগারো জনের দলে থাকে, তাহলে পাকিস্তানের মিডল অর্ডারে ভাঙন ধরাতে পারে।'
দুবাই: আর মাত্র ২৪ ঘণ্টা। তারপরই মরুশহরে মহাযুদ্ধ। উত্তাপে ফুটছে দুই দেশই। মেগা ম্যাচ দেখতে দুবাইয়ে পৌঁছে গিয়েছেন দুই দেশের সমর্থকরাও। বিশ্বকাপের আসরে পাকিস্তানের বিরুদ্ধে এখনও অপরাজিত ভারত। ধারে ভারে এ বারও অনেক এগিয়ে বিরাটরা। কিন্তু পাক দলে রয়েছেন বাবর আজম (Babar Azam)। যাঁর কাঁধে ভর করেই মিথ ভাঙার স্বপ্ন দেখছে পাক শিবির। বাবরকে জালে ধরতে সমস্ত ফাঁদ পেতে রেখেছে টিম ইন্ডিয়া। তবে প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram) সমীহ করছেন একজন বোলারকেই।
আক্রমের মতে, এই ভারতীয় বোলারই বিপজ্জনক হয়ে উঠতে পারেন মরুশহরে। তিনিই ফাঁদে ফেলতে পারেন পাক অধিনায়ককে। তাঁর নাম বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। কেকেআরের মিস্ট্রি স্পিনার গত বছরই জাতীয় দলে প্রথম ডাক পান। দেশের হয়ে এখনও পর্যন্ত ৩টে ম্যাচ খেলেছেন বরুণ। এ বারের আইপিএলে ১৮টা উইকেট নিয়েছেন তিনি। দুরন্ত ফর্মে এই অফস্পিনার। আক্রম বলেন, ‘বরুণ চক্রবর্তী সমস্যা ফেলতে পারে পাকিস্তানকে। ওকে পাক ক্রিকেটাররা খুব বেশি দেখেনি। আমার মনে হয়, পাক ব্যাটারদের উচিত ওর ভিডিও খুটিয়ে দেখা। ও যদি এগারো জনের দলে থাকে, তাহলে পাকিস্তানের মিডল অর্ডারে ভাঙন ধরাতে পারে।’
বিশ্বকাপের সেমিফাইনালে কোন চার দল যেতে পারে? আক্রম বেছে নেন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান আর ইংল্যান্ডকে। তিনি মনে করেন এ বারের বিশ্বকাপে ভারতই ফেভারিট। তবে একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকেও বিপজ্জনক টিম হিসেবে ধরছেন প্রাক্তন পাক অধিনায়ক।
আরও পড়ুন: মাত্র ৫ বছরেই ফুটবলবিশ্বকে চমকে দিচ্ছে ‘লিটল মেসি’