India vs South Africa T20 2024: টি-টোয়েন্টিতে সুইং শিল্প! অর্শদীপ-হার্দিক যা করলেন…
IND vs SA 4th T20I 2024, Arshdeep Singh-Hardik Pandya: অর্শদীপের ভেতরে আসা ডেলিভারি হাঁটুর নিচে লাগে। লেগ বিফোরের আবেদন উঠতে আম্পায়ার আউট দিতে দেরি করেননি। ক্লাসেন কিছুটা জোর করেই রিভিউ নেন। পার্টনার ত্রিস্তানও জানতেন প্লাম্ব।
পিচ কি বদলে গেল? একই পিচে খেলা হচ্ছে তো! এমন মজার কথাই উঠে আসছিল। ভারতের দুই পেসার অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া যে ভাবে সুইং করাচ্ছিলেন, তাতে এমন মজার প্রশ্ন ওঠারই কথা। অথচ এই পিচেই পাওয়ার প্লে থেকেই ঝড় তুলেছিল ভারত। প্রোটিয়া ব্যাটিংয়ের সময় পরিস্থিতি আলাদা। মনে হচ্ছিল, খেলাটা জোহানেসবার্গে নয় বরং ইংল্যান্ডের কোনও ভেনুতে, মেঘলা আবহাওয়ায় হচ্ছে। ব্যাটাররা দিশাহীন। বল ভেতরে আসবে না বাইরে যাবে! এটা বুঝতে বুঝতেই সময় ফুরিয়ে যাচ্ছে। পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান।
প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে ১ উইকেট অর্শদীপের। দ্বিতীয় ওভারে বাঁ হাতি ব্যাটার রায়ান রিকেলটনকে আউট সুইংয়ে বিট করছিলেন হার্দিক পান্ডিয়া। পঞ্চম ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে সঞ্জুর হাতে। পরের বলেই ফের কট বিহাইন্ডের আবেদন। অনফিল্ড আম্পায়ার আউট দেননি। সকলের ‘দাবি’তে রিভিউ নেন স্কাই। যদিও নটআউট। তবে হার্দিক মেডেন ওভার দিয়ে উইকেট নেন।
এখানেই শেষ নয়। তৃতীয় ওভারে একটি বাউন্ডারি মারেন প্রোটিয়া ক্যাপ্টেন। অর্শদীপ তাতেই অস্বস্তিতে পড়েছিলেন। পরের ডেলিভারিতে এইডেন মার্কব়্যামের শট আকাশ ছোঁয়। নীচে অপেক্ষায় রবি বিষ্ণোই। জাগলিং করে অবশেষে সেই হাই ক্যাচ নেন রবি। ত্রিস্তান স্টাবসের সঙ্গে ক্রিজে যোগ দেন ক্লাসেন। কিন্তু অর্শদীপের ভেতরে আসা ডেলিভারি হাঁটুর নিচে লাগে। লেগ বিফোরের আবেদন উঠতে আম্পায়ার আউট দিতে দেরি করেননি। ক্লাসেন কিছুটা জোর করেই রিভিউ নেন। পার্টনার ত্রিস্তানও জানতেন প্লাম্ব। গোল্ডেন ডাক ক্লাসেন। মাত্র ১০ রানেই চার উইকেট দক্ষিণ আফ্রিকার।
পাওয়ার প্লে-তে প্রথম স্পেল। সার্কেলের বাইরে মাত্র দুই ফিল্ডার। অবিশ্বাস্য সুইং শিল্পে অর্শদীপ ও হার্দিকের বোলিং পরিসংখ্যান চমকে দেওয়ার মতোই। অর্শদীপ ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। হার্দিক ৩ ওভারে ১টি মেডেন সহ মাত্র ৮ রান দিয়ে ১ উইকেট। টি-টোয়েন্টিতেও যে এমন সুইং শিল্প দেখানো যায়, তা যেন বিশ্বাসই হয় না!
It’s the Arshdeep Singh show 🍿
Catch LIVE action from the 4th #SAvIND T20I on #JioCinema, #Sports18, and #ColorsCineplex! 👈#JioCinemaSports pic.twitter.com/w41ffsLYl0
— JioCinema (@JioCinema) November 15, 2024