IND vs AUS: স্টার্ক-লিঁয়দের সঙ্গে মার্শের ‘গোপন’ মিটিং! ভারতের বিরুদ্ধে অজিদের মাইন্ড গেম শুরু
India Tour of Australia: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারের এক ভিডিয়ো। যেখানে দেখা যায় অজি অলরাউন্ডার মিচেল মার্শ দলের পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড, ওপেনার উসমান খোয়াজা ও স্পিনার নাথান লিঁয়র সঙ্গে একটি মিটিং করছেন।
কলকাতা: বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ২২ গজে যখনই ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia) মুখোমুখি হয়, দুটো দলের অনুরাগীদের মনে উত্তেজনার চোরাস্রোত বয়ে যায়। বাইশ গজে এই সিরিজের বল গড়ানোর আগে মাঠের বাইরে শুরু হয়ে গিয়েছে এক অন্য লড়াই। অজিরা খেলা শুরু করেছে মাইন্ড গেম। কেমন সেই খেলা?
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারের এক ভিডিয়ো। যেখানে দেখা যায় অজি অলরাউন্ডার মিচেল মার্শ দলের পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড, ওপেনার উসমান খোয়াজা ও স্পিনার নাথান লিঁয়র সঙ্গে একটি মজার মিটিং করছেন। শুরুতেই মার্শ তাঁর সতীর্থদের জানান, ভারত ৫ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আসছে। এরপর চিনি মনে করান, ২০২১ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া ৩৬ রানে অ্যাডিলেডে অলআউট হয়েছিল। এরপর উসমান খোয়াজা দলের বোলার হ্যাজলউডকে বলেন তুমি ৫/৮ নিয়েছিলে। এরপর লিঁয় তাঁদের মাঝে ঢুকে বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজটা হেরেছিল।’
এই খবরটিও পড়ুন
মিচেল মার্শ এই সব কথা থামিয়ে একটি বোর্ডের মধ্যে রোহিত শর্মার এক ছবি দেখান। তারকা পেসার মিচেল স্টার্ক এরপর লিঁয়কে জানান, তিনি তো রোহিতকে টেস্ট ম্যাচে ৮ বার আউট করেছেন। এরপর লিঁয় বলেন, ‘আসলে ৯ বার। যদিও সেটা আর কে কাউন্ট করছে।’ এরপর অজি ওপেনার উসমান খোয়াজা একটি কার্ড হাতে তুলে বলতে থাকেন, অস্ট্রেলিয়া শেষ চারটে বর্ডার গাভাসকর ট্রফি হেরেছে। এরপর মার্শ জানান, তিনি মনে করেছিলেন অজিদের জন্য যেগুলো খারাপ, তা তিনি বক্স থেকে তুলে নিয়েছিলেন। ওই কাগজটি এরপর খোয়াজার হাত থেকে কেড়ে নিয়ে মার্শ বলেন, ‘মিটিং শেষ।’
Love their content so much 🫡 pic.twitter.com/iOgDd67WZf
— onlyy rndom thngss (@sahilmemon23) November 16, 2024