Bidhannagar: ‘ভোরে বাথরুম করতে গিয়ে দেখি ওর ঘর থেকে একটা ছেলে বেরল…’, দুই সন্তান নিয়ে ‘নিঃস্ব’ সন্দীপ বললেন, ‘জায়গাটা ভাল ভেবে এসেছিলাম…’
Bidhannagar: গত মঙ্গলবার পরিবারের গৃহকর্তা সন্দীপ কুমার গুপ্তা স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল শিশু মঙ্গল হাসপাতালে। সেখান থেকে দিদির বাড়ি রুবিতে যান।
কলকাতা: বাড়ি ছিলেন না গৃহকর্তা। বিষয়টা আগে থেকেই রেইকি করে রেখেছিল দুষ্কৃতী। নির্দিষ্ট দিনেই অপারেশন। বাড়ির ছটি তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা বিধাননগর পৌর নিগমের ১৫ নম্বর ওয়ার্ড জ্যাংড়াতে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তদন্তে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার পরিবারের গৃহকর্তা সন্দীপ কুমার গুপ্তা স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল শিশু মঙ্গল হাসপাতালে। সেখান থেকে দিদির বাড়ি রুবিতে যান। গত বৃহস্পতিবার রুবি থেকে শ্বশুরবাড়ি কাঁকিনাড়ায় যান সন্দীপ। রবিবার সকালে প্রতিবেশীরা সন্দীপকে ফোন করে জানান, তাঁর বাড়ির তালা ভাঙা অবস্থায় পড়া। নীচ তলা থেকে দোতলায় ছটি তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
খবর পেয়েই বাড়ি ফেরেন সন্দীপ। তাঁর দাবি, ঘরের একটি আলমারি ভেঙে প্রায় ৩০০ গ্রাম সোনা রূপার গয়না এবং হীরের গহনা চুরি গিয়েছে। খোওয়া যাওয়া গয়নার মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বলে দাবি সন্দীপের। একটি জনবহুল এলাকা থেকে কীভাবে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিবেশী সোমনাথ দত্ত বলেন, “ভোর সাড়ে চারটের সময় বাথরুম করতে উঠেছিলাম। দেখি, মাঝ বয়সী এক যুবক সন্দীপের ঘর থেকে বেরোচ্ছে। আরেকজনকে দেখতে পেয়ে পালিয়ে যায়। তখনই মনে কু ডাকে! তারপর তো দেখি এই ঘটনা।”