Kasba: সুশান্তর বাড়ির কাছে পুকুরে ডুবুরি নামিয়ে অস্ত্রের তল্লাশি, উঠে আসছে বিহার যোগ

Kasba: তদন্তকারীরা মনে করছেন, এই খালের উপরে থাকা ব্রিজ দিয়ে পালানোর সময় তার হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি এখানেই ছুড়ে দিয়ে পালিয়েছে সে। সেই কারণে রবিবার সকালে ওই খালে নেমে প্রায় ৪০ মিনিট তল্লাশি চালালেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা।

Kasba: সুশান্তর বাড়ির কাছে পুকুরে ডুবুরি নামিয়ে অস্ত্রের তল্লাশি, উঠে আসছে বিহার যোগ
পুকুরে অস্ত্রের খোঁজে তল্লাশি Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2024 | 3:10 PM

কলকাতা:  কসবার  গুলিচালনার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। উঠে আসছে জমি নিয়ে বিবাদের তত্ত্বও। সুপারি কিলার ভাড়া করে কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। এবার রাজডাঙ্গার চক্রবর্তী পাড়ায় সুশান্ত ঘোষের বাড়ি থেকে ঠিক ৮০ মিটার দূরত্বে শান্তিপল্লি খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুক্রবার ঘটনার পর এক জন স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায়। অপরজন স্কুটি চালিয়ে পালিয়ে যায়।

তদন্তকারীরা মনে করছেন, এই খালের উপরে থাকা ব্রিজ দিয়ে পালানোর সময় তার হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি এখানেই ছুড়ে দিয়ে পালিয়েছে সে। সেই কারণে রবিবার সকালে ওই খালে নেমে প্রায় ৪০ মিনিট তল্লাশি চালালেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা। যদিও অস্ত্র পাওয়া যায়নি। এরপর খাল থেকে উঠে লাগোয়া জঙ্গলে অস্ত্রের খোঁজে তল্লাশি চালান পুলিশের কর্মীরা। জঙ্গলের পর এবার খালের ধারে থাকা একটি পরিত্যক্ত নির্মাণ কার্যের ভেতরে তল্লাশি চালানো হয়।

কসবার শুটআউটকাণ্ডে ইতিমধ্যেই উঠে এসেছে বিহার যোগ। উঠে এসেছে বিহারের এক দুষ্কৃতী ইকবালের নাম। ইকবালের দেওয়া আগ্নেয়াস্ত্র দিয়েই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা হয়েছে। এর আগেও অগস্ট ও অক্টোবর-দু’বার সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।