Graduation courses: ৪ বছরের আগেই পেয়ে যাবেন ডিগ্রি! গ্র্যাজুয়েশনে ফের নিয়ম বদল করছে UGC

UGC: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "এই যে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে অংশগ্রহণ করা। কারণ এই শিক্ষা ব্যবস্থা চালু হলে আমাদের যুব সমাজকে সময় উপযোগী তৈরি করতে পারব। এখানকার রাজ্য সরকারের এমন হাল হয়ে গিয়েছে যে ভাল কাজ করলেও বিরোধ করতে হবে।"

Graduation courses: ৪ বছরের আগেই পেয়ে যাবেন ডিগ্রি! গ্র্যাজুয়েশনে ফের নিয়ম বদল করছে UGC
উচ্চশিক্ষায় বড় পরিবর্তনImage Credit source: প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2024 | 2:12 PM

কলকাতা: চার বছরে স্নাতক। নতুন পদ্ধতি চালু করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। কয়েক বছরের কাটতে না কাটতেই ফের সেই পদ্ধতিতে আসতে চলেছে বদল। সূত্রের খবর, চার বছরের কোর্স কোনও পড়ুয়া যদি তিন বছরে তা সম্পূর্ণ করতে পারে তাহলে তাকে ডিগ্রি দিয়ে দেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতিতে হাঁটতে চলেছে কেন্দ্র।

কেন্দ্রের চার বছরের সিস্টেম কেরল-পশ্চিমবঙ্গ মানলেও এখনও মানেনি তামিলনাড়ু। সেই শিক্ষানীতির কয়েক বছর হতে না হতেই ফের নতুন পদ্ধতি চালুর ভাবনা কেন্দ্রের। জাতীয় শিক্ষানীতির পাল্টা রাজ্যের শিক্ষানীতি চালু করেছিল রাজ্য। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় চার বছরের কোর্স চালুও করেছিল। তবে ফের নতুন পদ্ধতির কথা শুনে ধন্দে রাজ্য। চার বছরের কোর্স তিন বছরে আর তিন বছরের কোর্স আড়াই বছরে শেষ হলে আদতে লাভ হবে পড়ুয়াদেরই, দাবি কেন্দ্রের।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “এই যে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে অংশগ্রহণ করা। কারণ এই শিক্ষা ব্যবস্থা চালু হলে আমাদের যুব সমাজকে সময় উপযোগী তৈরি করতে পারব। এখানকার রাজ্য সরকারের এমন হাল হয়ে গিয়েছে যে ভাল কাজ করলেও বিরোধ করতে হবে।”

অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায় বলেন, “আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে তাঁদের কোনও জ্ঞান নেই। তারা পরিস্কার আমেরিকা-ইউরোপের অনুকরণে একটা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের উপর চাপানোর চেষ্টা করছে। আমাদের এখানে এই ধরনের পরিস্থিতি কোনও ভাবেই কাম্য নয়। আমরা এখানকার একটা বাচ্চাকে প্রথমে বললাম তোমায় চার বছরে ডিগ্রি কোর্স শেষ করতে হবে। তারপর বললাম তোমরা তিন বছরে শেষ করতে চাইলে করে নিতে পার। এবার কোন বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ আছে যে তারা বিভিন্ন বছরে তা অ্যাকোমোডেট করতে পারবে? এই টাইম টেবিলই বানানো যায় না। একটা বৈষম্য তৈরি করার চেষ্টা হচ্ছে।”