কলকাতা: কোটা… আরও ভালো করে বললে সংরক্ষিত, এই তালিকা বিভিন্ন জায়গায় থাকে। বাসে লেডিজ় সিট, প্রতিবন্ধীদের সিট, সিনিয়র সিটিজেনও সিট থাকে। এই দৃশ্য কমবেশি সকলেই দেখে থাকেন। চাকরির ক্ষেত্রে স্পোর্টস কোটা, ওবিসি কোটাও থাকে। কিন্তু তা বলে ক্রিকেট টিমে রিলেটিভ কোটা! তাও আবার আছে নাকি? খোঁজ পড়েছে। যে-সে দল নয়, পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket) টিমের দিকে এই বিষয় নিয়ে আঙুল তুলছেন অনেকেই।
রিলেটিভ কোটা কেন বলা হচ্ছে? আসলে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারের পরিবারের কেউ না কেউ তাঁদের দেশের হয়ে খেলেছেন। এ বারের টি-২০ বিশ্বকাপে খেলতে দেখা গিয়েছিল আজম খানকে। এক সময় রব উঠেছিল তিনি প্রাক্তন পাক ক্রিকেটারের ছেলে বলে এত ভারী চেহারা সত্ত্বেও পাক টিমে খেলার সুযোগ পেয়েছেন। এমন রিলেটিভ কোটা কোনও দেশের ক্রিকেট টিমেই হওয়া কাম্য নয়। ক্রিকেটারদের পারফরম্যান্সই হল তাঁদের মাপার মাপকাঠি।
এক ঝলকে দেখে নিন পাক ক্রিকেট টিমে এখনও অবধি কয়েকটি রিলেটিভ জুটি—