Najmul Hossain Shanto: ভারতের স্টাইলেই খেলব… টি-২০ সিরিজের পরিকল্পনা ফাঁস শান্তর

IND vs BAN, T20Is: রবি-সন্ধেয় গোয়ালিয়রে ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টি-২০ ম্যাচ। সেই ম্যাচের জন্য দুই দলের ক্রিকেটাররা জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন।

Najmul Hossain Shanto: ভারতের স্টাইলেই খেলব... টি-২০ সিরিজের পরিকল্পনা ফাঁস শান্তর
Najmul Hossain Shanto: ভারতের স্টাইলেই খেলব... টি-২০ সিরিজের পরিকল্পনা ফাঁস শান্তরImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 04, 2024 | 8:44 PM

কলকাতা: রবি-সন্ধেয় গোয়ালিয়রে ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টি-২০ ম্যাচ। সেই ম্যাচের জন্য দুই দলের ক্রিকেটাররা জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। একদিকে নিবিড় ভাবে ভারতীয় বোলারদের পর্যবেক্ষণ করছেন বোলিং কোচ। আবার কোনও ক্রিকেটারের সঙ্গে নেট সেশনে বাড়তি সময় কাটাচ্ছেন হেড কোচ গৌতম গম্ভীর। তেমনই বাংলাদেশের ক্রিকেটাররাও টেস্টের ফলাফল ভুলে টি-২০ সিরিজের জন্য নিজেদের তৈরি করছেন। কানপুর টেস্টে যে স্টাইলে টিম ইন্ডিয়া ব্যাটিং করেছিল, তাতে অনেকেই বলাবলি করেছিল, এ টেস্ট ম্যাচ নাকি টি-২০। সেই আগ্রাসনই এ বার টি-২০ সিরিজে ভারতের বিরুদ্ধে তুলে ধরতে চায় বাংলাদেশ। সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) ফাঁস করেছেন পরিকল্পনা।

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে টাইগার্স ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সত্যি বলতে কী, আমরা এই সিরিজটা জেতার চেষ্টা করব। আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে চাই।’ ‘শেষ বিশ্বকাপে আমাদের সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল। কিন্তু আমরা সেই সুযোগটা হারিয়েছিলাম। এ বার আমাদের একটা নতুন দল। আমি আশাবাদী দলের সকল প্লেয়ার এখানে ভালো ক্রিকেট খেলবে।’

টেস্টে যে টাইগার্সরা ভালো খেলতে পারেননি, সে কথা স্বীকার করে নিয়ে শান্ত বলেন, ‘আমরা সকলেই জানি টেস্টে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা তুলে ধরতে পারিনি। তবে সেখানে বসে থেকে লাভ নেই। টি-২০ একটা আলাদা ফর্ম্যাটের খেলা। যে দল ম্যাচের দিনে ভালো পারফর্ম করবে, তারা জিতবে। এখানে অতীতের পারফরম্যান্সের কোনও বিষয় নেই।’

এই খবরটিও পড়ুন

সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারের মিশেলে বাংলাদেশের টি-২০ টিম বাছাই হয়েছে। তবে শান্ত এও জানিয়েছেন, কোনও বড় নাম বা অভিজ্ঞ প্লেয়ারদের বিষয় এই ফর্ম্যাটে গুরুত্ব পায় না। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-২০-তে কী হবে, তা কেউ বলতে পারে না। এখানে বড় নাম বা অভিজ্ঞ প্লেয়ারের বিষয় গুরুত্ব পায় না। যে দল ওই দিনে ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করবে তারাই জিতবে। আর আমরা নিশ্চিত করতে চাই, সেই দলটা যেন আমরা হই। উইকেট কেমন জানি না। অনুশীলনের সময় বোঝার চেষ্টা করেছি কিছুটা। আমাদের তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। যেমন অন্যান্য আন্তর্জাতিক দলগুলো করে।’

টেস্টের ফলাফল ভুলেছেন। এ বার টি-২০ সিরিজেই ফোকাস শান্তদের। সেই প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-২০ ক্রিকেট এমন একটা ফর্ম্যাট, যাতে যা কিছু যে কোনও দিন হতে পারে। আমরা আত্মবিশ্বাসী যে ভালো খেলতে পারব।’