Virat Kohli: বিরাট যে আগুন লাগিয়েছিল… ভারতীয় টিমে ক্যাপ্টেন কোহলির অধ্যায় নিয়ে যা বলছেন হরভজন
Harbhajan Singh on Virat Kohli: বিরাটের ক্যাপ্টেন্সিতে ভারতীয় টিমের মেজাজই আলাদা হয়ে গিয়েছিল। তাঁর নেতৃত্বে ভারতীয় শিবিরে ট্রফি আসেনি, তা ঠিক। কিন্তু তিনি দলের সকলের মানসিকতা বদলে দিয়েছেন। ক্যাপ্টেন কোহলি প্রসঙ্গে বলতে গিয়ে হরভজন সিংয়ের মুখেও এই কথাগুলো ঘুরে ফিরে এসেছে।
কলকাতা: ভারতীয় টিমে বিরাট কোহলি (Virat Kohli) কেমন ক্যাপ্টেন ছিলেন? এই নিয়ে অনেকেই নিজের মতামত মাঝে মাঝে দিয়ে থাকেন। বিরাটের ক্যাপ্টেন্সিতে ভারতীয় টিমের মেজাজই আলাদা হয়ে গিয়েছিল। তা অবশ্য অনেকেই অস্বীকার করেন না। কোহলির নেতৃত্বে ভারতীয় শিবিরে ট্রফি আসেনি, তা ঠিক। কিন্তু তিনি দলের সকলের মানসিকতা বদলে দিয়েছেন। সকলের মধ্যে একটা লড়াকু মেজাজ তৈরি করতে পেরেছিলেন বিরাট। এবং প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে শেষ অবধি লড়ে যাওয়ার পথে দলকে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন কোহলি। এই সকল কথা বলতে গিয়ে হরভজন সিং (Harbhajan Singh) জানান, তাঁর চোখে বিরাট কেমন ক্যাপ্টেন ছিলেন।
ভারতের প্রাক্তন স্পিনার হরভজন বলেন, ‘কোহলির নেতৃত্বে বিশ্বকাপ ভারত জেতেনি ঠিকই, কিন্তু এর ফলে ও কোনও অংশে কম ক্যাপ্টেন ও কম প্লেয়ার নয়।’ হরভজন সিং সেই সঙ্গে বুঝিয়েছেন বিরাট কোহলি যে ভাবে দলের সকলকে উদ্বুদ্ধ করেছেন তা কোনও ট্রফি বা সিরিজ জয়ের থেকেও বড়। এই প্রসঙ্গে বলতে গিয়ে ভাজ্জি ২০২০-২১ সালের বর্ডার গাভাসকর ট্রফি তৃতীয় ও চতুর্থ টেস্টের প্রসঙ্গ টেনে আনেন। বিরাট অবশ্য সে বার ৪ টেস্টের সিরিজের প্রথম ম্যাচের পর অস্ট্রেলিয়া ছাড়েন। তাঁর প্রথম সন্তানের জন্মের জন্য। ওই টেস্ট সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে।
বিরাট ভারতের ওই সফরের পুরোটা সময় দলের সঙ্গে না থাকলেও তাঁর কথা উল্লেখ করে হরভজন বলেন, ‘দলকে যে ভাবে উদ্বুদ্ধ করেছে ও, টিমের সকলের মধ্যে যে আগুনটা লাগিয়েছে, তাতে যদি চতুর্থ ইনিংসে ৪০০-র টার্গেট টেস্টে তাড়া করতে হয়, আমরা তা হলে সেটাই করব। এই মানসিকতটা দলের সকলের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে। ওর লক্ষ্য পরিষ্কার, যে ওই পরিস্থিতিতে আমরা ভয় পাব না। যদি হারি, তা হলেও রান তাড়া করতে করতে হারব। ১০০-তে অলআউট হব না। ৩৭০ রানে অলআউট হব। সামনে থাকা দলটাকে নাস্তানাবুদ করে ছাড়ব।’
১-১ অবস্থায় সে বার টেস্ট সিরিজ দাঁড়িয়ে থাকার পর সিডনিতে ভারত তৃতীয় টেস্টে চতুর্থ ইনিংসে ভারতের টার্গেট ছিল ৪০৮। সেখানে ৫ উইকেটে ৩৩৪ রান তুলে টেস্ট ড্র করে ভারত। সেই ম্যাচের কথা উল্লেখ করে ভাজ্জি বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়ে ৩৫০-র মতো রান তাড়া করা এবং তা অল্প ব্যবধানে হারা। এটার জন্যও বুদ্ধি চাই, উত্তেজনা চাই। যেটা তৈরি করেছে কোহলি। শেষ অবধি লড়াই করার ইচ্ছেটা শুভমন, ঋষভের মধ্যে দেখা গিয়েছিল। গাব্বায় ওই টেস্টটা আমরা দেখেছিলাম। এটা হয়েছিল তার কারণ, দলের সকলের ভাবনাটা বদলে গিয়েছে।’