BCCI: ‘মর্জির মালিক’ কেউ নয়! ভারতীয় ক্রিকেটারদের কড়া বার্তা বোর্ডের

Jan 12, 2025 | 11:15 AM

রোহিত শর্মা, বিরাট কোহলিকে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন দেখা যায়নি। দেশের মাটিতে গত বছরের শেষে নিউজিল্যান্ড সিরিজের আগে রঞ্জি ট্রফিতে রোহিত-বিরাটকেও খেলতে দেখা যেতে পারে বলে শোনা গিয়েছিল। কিন্তু তাঁরা সেখানে খেলেননি।

BCCI: মর্জির মালিক কেউ নয়! ভারতীয় ক্রিকেটারদের কড়া বার্তা বোর্ডের
BCCI: 'মর্জির মালিক' কেউ নয়! ভারতীয় ক্রিকেটারদের কড়া বার্তা বোর্ডের
Image Credit source: Santanu Banik/Speed Media/Icon Sportswire via Getty Images

Follow Us

কলকাতা: এ যেন ঠিক বোমা-বর্ষণ। একেবারে অতটা কড়া হয়তো নয়, কিন্তু যা বলার ও বোঝানোর তা পরিষ্কার করে দিয়েছে বিসিসিআই। প্রসঙ্গ কী? ভারত বর্ডার গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে হেরেছে। এই হারের কারণ নিয়ে আলোচনা করতে বসে বোর্ড বেশ কিছু বিষয় ভারতীয় ক্রিকেটারদের জন্য পরিষ্কার করে দিয়েছে। যেখানে বিসিসিআইয়ের সাফ মন্তব্য, কোনও ক্রিকেটারকে আর সুযোগ দেওয়া হবে নিজের ইচ্ছেমতো কোনও সিরিজ থেকে সরে যাওয়ার।

বিষয়টা আর একটু পরিষ্কার করা যাক। এমনটা প্রায়শই দেখা গিয়েছে, একাধিক ভারতীয় ক্রিকেটার ব্যক্তিগত কারণ দেখিয়ে দ্বিপাক্ষিক সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। বোর্ড এ বার থেকে আর তা বরদাস্ত করবে না। চোট লাগলে বিষয়টা আলাদা। কিন্তু কোনও ফিট ক্রিকেটার নিজের ইচ্ছেতে যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ থেকে আর সরে দাঁড়াতে পারবেন না। সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, যদি কোনও সঠিক মেডিকেল কারণ না থাকে, তা হলে কোনও ক্রিকেটার সিদ্ধান্ত নিতে পারবেন না যে তিনি কোন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবেন। এটা শুরু আন্তর্জাতিক ক্রিকেটের জন্যই নয়, তা কার্যকর ঘরোয়া ক্রিকেটেও। গত বছর থেকে বোর্ড ভারতের দুই ক্রিকেটারের উপর এ কারণে চটেছিল। শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। বোর্ড ও সেই সময় ভারতের কোচ রাহুল দ্রাবিড় এই দুই ক্রিকেটারকে বার্তা দিয়েছিলেন রঞ্জি ট্রফিতে খেলার। কিন্তু এই দুই তারকা বোর্ডের নির্দেশে মানেননি। যার ফলে তাঁরা কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে পড়েন। এর পর থেকে বোর্ড এ বিষয়ে খানিক কড়া পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক নিকট সূত্র বলেছেন, ‘বোর্ডের বৈঠকে বর্ডার গাভাসকর ট্রফির পারফরম্যান্স নিয়ে বিশদে আলোচনা হয়েছে। কোন কোন জায়গায় ভুল হয়েছে এবং কী কী ঠিক করা দরকার সে বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু তার মানে এই নেয় যে বিসিসিআই নতুন ব্যবস্থা নেওয়ার জন্য তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে।’

এই খবরটিও পড়ুন

রোহিত শর্মা, বিরাট কোহলিকে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন দেখা যায়নি। দেশের মাটিতে গত বছরের শেষে নিউজিল্যান্ড সিরিজের আগে রঞ্জি ট্রফিতে রোহিত-বিরাটকেও খেলতে দেখা যেতে পারে বলে শোনা গিয়েছিল। কিন্তু তাঁরা সেখানে খেলেননি। এরপর থেকে অনেকেই আলোচনা করছেন, বিরাট-রোহিতকেও এ বার ধারাবাহিক ভাবে বোর্ডের ডিউটি না থাকলে ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে।

Next Article