কলকাতা: যতটা উত্তেজনা নিয়ে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) গোলাপি বল টেস্ট দেখতে বসেছিলেন ক্রিকেট প্রেমীরা, তা কি পূরণ হয়েছে? অনেকেই বলতে পারেন, কই আর জমল ম্যাচ। কেউ আবার বলতে পারেন, বেশ তো মিচেল স্টার্ক গুছিয়ে তুলে নিলেন ৬টা উইকেট, বুমরাদের হলটা কী? সবমিলিয়ে শেষ অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের খেলা। দিন-রাতের এই টেস্টের প্রথম দিন হঠাৎ করেই ঝামেলা লেগে যায় মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne)। নেটদুনিয়ায় ঘুরছে সেই ভিডিয়ো। কেন ঝামেলা লাগল দুই তারকার?
ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ২৫তম ওভারে। সেই সময় ক্রিজে ছিলেন লাবুশেন। আর বল করছিলেন সিরাজ। সাইট স্ক্রিনের কাছে এক দর্শক তখন হাঁটছিলেন। যাঁকে দেখে মনোসংযোগে ব্যাঘাত ঘটে লাবুশেনের। ওই দর্শক এক বিয়ার-স্নেক নিয়ে সাইট স্ক্রিনের পাশ দিয়ে পেরোচ্ছিলেন। যা ব্যাটার লাবুশেনকে বিরক্ত করে। তিনি এরপর সিরাজকে ইশারা করেন ডেলিভারি যেন তিনি না দেন। লাবুশেনের ওই ইশারা দেখে বিরক্ত হন সিরাজ। তিনি স্টাম্পের দিকে ওয়াইড ডেলিভারি ছোড়েন। এরপর দু’জনের মধ্যে কিছু বাক্যবিনিময় হয়। তাঁদের দু’জনের চোখ-মুখ বলে দিচ্ছিল, তাঁরা খুশি নন।
Mohammed Siraj was not too pleased with this 😂#AUSvIND pic.twitter.com/1QQEI5NE2g
— cricket.com.au (@cricketcomau) December 6, 2024
২৫তম ওভারের চতুর্থ ডেলিভারির সময় ঘটনাটি ঘটে। এরপরের বলেই বাউন্ডারিতে বল পাঠান লাবুশেন। সিরাজকে যেন ব্যাট দিয়েই বিরক্তির জবাব দিলেন অজি তারকা। পিঙ্ক বল টেস্টের প্রথম দিনের খেলা শেষ। ভারত প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়। এরপর ৩৩ ওভার খেলে প্রথম ইনিংসে অজিরা ১ উইকেট হারিয়ে তুলেছেন ৮৬ রান। ক্রিজে ৩৮ রানে অপরাজিত নাথান ম্যাকসোয়েনি ও ২০ রানে নট আউট মার্নাস লাবুশেন। জসপ্রীত বুমরা ছাড়া প্রথম দিন কোনও ভারতীয় বোলার উইকেট পাননি।