IND vs AUS: গোলাপি টেস্টে ভয়ঙ্কর স্টার্ক, ১৮০তে শেষ ভারত; পারথ ফিরবে অ্যাডিলেডে?
Pink Ball Test, BGT: অ্যাডিলেডে গোলাপি বল হাতে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠলেন মিচেল স্টার্ক। ভারতের বিরুদ্ধে টেস্টে প্রথম বার তিনি ফাইফার নিলেন। যে ভাবে ১৮০ রানে টিম ইন্ডিয়া অলআউট হল, তাতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন উঠেছে পারথ টেস্টের স্মৃতি ফিরবে অ্যাডিলেডে?
কলকাতা: অ্যাডিলেড টেস্টের প্রথম সেশন যতটা নাটকীয়, দ্বিতীয় সেশন যেন ততটাই রোমাঞ্চকর। গোলাপি বল টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৮২ রান তোলে টিম ইন্ডিয়া। দ্বিতীয় সেশনে সেখান থেকে ভারতীয় ক্রিকেটাররা স্কোরবোর্ডে যোগ করেন ৯৮ রান। যার মধ্যে রয়েছে নীতীশ কুমার রেড্ডির ৪২ রান। গোলাপি বল হাতে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠলেন মিচেল স্টার্ক। ভারতের বিরুদ্ধে টেস্টে প্রথম বার তিনি ফাইফার নিলেন। যে ভাবে ১৮০ রানে টিম ইন্ডিয়া অলআউট হল, তাতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন উঠেছে পারথ টেস্টের স্মৃতি ফিরবে অ্যাডিলেডে?
ডিনার বিরতির পর মাঠে ফিরেই উইকেট খুইয়ে বসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপর পন্থকে ফেরান কামিন্স। ব্যক্তিগত ৫ রানে যখন ব্যাট করছিলেন ঋষভ পন্থ, সেই সময় স্কট বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভের চেষ্টায় স্লিপে ক্যাচ। ডান দিকে ঝাঁপিয়েছিলেন অজি তরুণ ওপেনার নাথান ম্যাকসোয়েনি। যদিও ক্যাচ ফসকান। এক হাতে চেষ্টা করেছিলেন নাথান। দু’হাতে ট্রাই করলে হয়তো ঋষভের ইনিংসের সেখানেই ইতি হয়ে যেত। এরপর কিছুক্ষণ ক্রিজে ছিলেন পন্থ। কিন্তু সুইং আটকাতে ভারতীয় ব্যাটাররা ক্রিজ ছেড়ে এগিয়ে খেলছিলেন। শর্টপিচ ডেলিভারিতে সমস্য়ায় পড়েন। পন্থের ক্ষেত্রেও তাই হয়েছে। ৩৫ বলে ২১ করেন তিনি।
সাতে নামেন নীতীশ কুমার রেড্ডি। উল্টোদিকে একের পর এক উইকেট হারালেও নীতীশকে কার্যত টলাতে পারছিলেন না মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডরা। মাঝখানে রবিচন্দ্রন অশ্বিন ২২ বলে ২২ রান করেন। হর্ষিত রানা ও জসপ্রীত বুমরা রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফেরেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে নীতীশ সবচেয়ে বেশি (৪২) রান করেন। দ্বিতীয় সর্বাধিক রান করেছেন লোকেশ রাহুল (৩৭)। তিনে নেমে গিল করেছেন ৩১ রান। গোলাপি বলে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার বিরাট কোহলি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। অজিদের বিরুদ্ধে অ্যাডিলেডে তাঁদের দু’জনের ব্যাটই চলেনি। ৭ রান করেন বিরাট আর ৩এ আউট রোহিত।
এই খবরটিও পড়ুন
১৪.১ ওভারে ২টি মেডেন নিয়ে ৪৮ রান দিয়েছেন স্টার্ক। নিয়েছেন ৬টি উইকেট। তিনি ছাড়া প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড নিয়েছেন ২টি করে উইকেট।