Jasprit Bumrah: অ্যাডিলেডে হাফসেঞ্চুরি, অজিরা আবার বুমরা ভয়ে কাঁটা!
IND vs AUS: মিচেল স্টার্ককে যদি ভারতের ভীতি বলে ধরা হয়, জসপ্রীত বুমরা তবে অস্ট্রেলিয়ার দুঃস্বপ্ন। উসমান খোয়াজা-স্টিভ স্মিথ-মার্নাস লাবুশেনদের দেখে মনেই হচ্ছে না ঘরের মাঠে খেলছেন। অস্ট্রেলিয়ায় বুমরা যে আগুনে ফর্মে, তাতে ডন ব্র্যাডম্যানকে দাঁড় করিয়ে দিলেও বোধহয় রক্ষা পাবেন না।
সম্রাটের কি তাজ লাগে? এক অর্থে তিনি বেতাজ বাদশা। আর সব অর্থে তিনি বিশ্বসেরা। বলের রং যাই হোক না কেন, ছোবল তিনি মারবেনই। পারথ দেখেছে ক’দিন আগে, এ বার দেখল অ্যাডিলেড। যিনি নেতা হন, দায়িত্ব থাকুক আর নাই থাকুক, সামনে এগিয়ে আসেন তিনি। টি-২০ আর ওয়ান ডে দুনিয়ায় তাঁকে কুর্নিশ করেন ব্যাটাররা। আর টেস্টে? প্রশ্নাতীত ভাবে সর্বশ্রেষ্ঠ। কঠিন সময়ে পারথে ভারত ফিরেছিল যাঁর কাঁধে ভর করে, অ্যাডিলেডেও সেই তিনিই ২-০-র স্বপ্ন দেখাতে শুরু করে দিলেন। মিচেল স্টার্ককে যদি ভারতের ভীতি বলে ধরা হয়, জসপ্রীত বুমরা তবে অস্ট্রেলিয়ার দুঃস্বপ্ন। উসমান খোয়াজা-স্টিভ স্মিথ-মার্নাস লাবুশেনদের দেখে মনেই হচ্ছে না ঘরের মাঠে খেলছেন। অস্ট্রেলিয়ায় বুমরা যে আগুনে ফর্মে, তাতে ডন ব্র্যাডম্যানকে দাঁড় করিয়ে দিলেও বোধহয় রক্ষা পাবেন না।
খোলা মাঠে বল অনেক সময় শিস দেয়। যখন হাওয়া কেটে তীব্র গতিতে লক্ষ্যে ছোটে গোলা। দু-এক সিরিজ আগেও অস্ট্রেলিয়া শোনাত চিন মিউজিকের গল্প। এখন প্যাট কামিন্সের ব্যাটাররা ড্রেসিংরুমে ফেরার আগে শুনছেন বুমরার তীক্ষ্ণ শিস। এক একটা বল যখন আছড়ে পড়ছে গুড লেংথে, বাঁক নেবে নাকি সোজা বেরোবে, বুঝতেই পারছেন না অজিরা। এক একটা বলে যেন বিষ মাখিয়ে রেখেছেন বুমরা। গতির তীক্ষ্ণতায় কাটা পড়ছেন তাবড় তাবড় নায়ক। ভারত বরাবরই স্পিনারদের স্বর্গরাজ্য। ভারত বরাবরই জন্ম দিয়েছে বেদি-প্রসন্ন-কুম্বলেদের। এই ফুটিফাটা ভারতীয় পিচে বুমরার মতো পেস বোলার যে উঠে আসতে পারেন, স্বপ্ন হয়তো কেউই দেখেননি। কয়েক পা রানআপ, ভ্যাবচ্যাক অ্যাকশন, আলোর চেয়েও দ্রুতগতিতে ছুটে যাওয়া এক একটা বল। ভান্ডার যাঁর অস্ত্রে ভরপুর, তিনি যে রেকর্ডে ছয়লাপ করবেন আশ্চর্য কী!
এই খবরটিও পড়ুন
এই গোলাপি টেস্টেই বুমরা নতুন রেকর্ড গড়ে ফেললেন। এক ক্যালেন্ডার ইয়ারে হাফসেঞ্চুরি। অর্থাৎ এক বছরে টেস্ট ক্রিকেটে ৫০টা উইকেট পকেটে পোরা। কঠিনতম কাজ অবলীলায় সারলেন। ৩ জানুয়ারি কেপ টাউন টেস্ট দিয়ে শুরু করেছিলেন বছর। দেশ-বিদেশ ঘুরে অবশেষে অ্যাডিলেড। এ বছরে বুমরার টেস্ট অ্যাকাউন্ট চেক করবেন? ৮, ৬, ৯, ২, ২, ৫, ৬, ৩, ০, ৮, ১*! পুনেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট, যেখানে নিষ্ফলা ছিলেন তিনি। ২০২১ সালের পর ঘটেছিল বিরল ঘটনা। কিন্তু বুমরা তো! থামাবেন কী করে? ক্যাপ্টেন থাকুন আর নাই থাকুন, তিনিই নেতা। তাজ থাকুক আর নাই থাকুক, তিনিই বাদশা!