কলকাতা: কয়েকদিন আগে মহারাজ বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্টে ভারতীয় টিমের কম্বিনেশন প্রসঙ্গে বলেছিলেন, ‘টিমের সেরা স্পিনারকে খেলাতেই হবে।’ পারথ টেস্টের আগে কথাগুলো রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) জন্য বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যুক্তি দিয়েছিলেন, ‘টেস্ট ক্রিকেটে সব সময় স্পেশালিস্ট প্লেয়ারদের খেলাতে হয়। আর অজি টিমে একঝাঁক বাঁ হাতি প্লেয়ার রয়েছে। ফলে অশ্বিন কিন্তু প্রভাব ফেলতে পারে।’ সৌরভের কথাই কি একটু বেশি গুরুত্ব দিয়ে ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? ক্রিকেট মহলে তা নিয়েই চলছে আলোচনা। যা পরিস্থিতি, তাতে শোনা যাচ্ছে পারথ টেস্টে ভারতের একমাত্র স্পিনার হিসেবে খেলতে পারেন অশ্বিন।
পারথের অপটাস স্টেডিয়ামের পিচ হতে চলেছে সবুজ গালিচার মতো। যেখানে জোরে বোলাররাই যে আসল কাজ করবেন, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পরের দিকে স্পিনার কার্যকরী হতে পারে ভাবছে ভারতীয় ক্রিকেট মহল। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী তিন পেসার, ১ স্পিনার ও এক পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতীশ কুমার রেড্ডির পারথে টেস্ট অভিষেক হতে চলেছে। এক স্পিনার খেলিয়ে বিপদে পড়বে না তো টিম ইন্ডিয়া?
বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড ভালো রয়েছে। যে কারণে রবীন্দ্র জাডেজার জায়গায় স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে পারথ টেস্টে খেলার জন্য এগিয়ে গিয়েছেন অশ্বিন। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ এখনও ঘোষণা হয়নি। কিন্তু উসমান খোয়াজা, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারির মতো তিন বাঁ-হাতি ব্যাটার যে একাদশে থাকবেন, তেমনটাই বলছে ক্রিকেট মহল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টিমে তিন স্পিনার রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর রয়েছেন ৫ টেস্টের এই সিরিজে।
ওয়াশিংটন সুন্দরকে পারথ টেস্টে খেলিয়ে আবার ভারতীয় টিম চমকেও দিতে পারে। অনেকেই বলাবলি করছেন যে, কয়েকদিন আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় ডাক পড়েছিল সুন্দরের। কারণ, কিউয়ি ব্যাটিং লাইন আপে বাঁ হাতি ব্যাটারদের প্রাধান্য ছিল। এ বার দেখার শেষ অবধি পারথ টেস্টে টিম ইন্ডিয়ার একাদশ কী হয়।