IND vs AUS: ভারতের ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি টেস্ট জয়, তালিকায় যাঁরা…
Border-Gavaskar Trophy: গত অস্ট্রেলিয়া সফরে লজ্জায় সিরিজ শুরু হয়েছিল ভারতের। দুর্দান্ত কামব্যাকে সিরিজও জয়। এ বার রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে হ্যাটট্রিকের লক্ষ্য। ভারতের ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়। এই তালিকায় প্রথম সারিতে কারা রয়েছেন?
বর্ডার-গাভাসকর ট্রফির আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। ২২ নভেম্বর শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। একটা সময় অবধি ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একাধিপত্য ছিল অজিদেরই। তবে ২০১৮ সালের সিরিজ সব হিসেব বদলে দিয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রথম বার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
গত অস্ট্রেলিয়া সফরে লজ্জায় সিরিজ শুরু হয়েছিল ভারতের। যদিও দুর্দান্ত কামব্য়াক করে ভারত। শেষ অবধি সিরিজও জেতে। এ বার রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য। যদিও ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে ক্লিনসুইপ হওয়ার পর আত্মবিশ্বাসে অনেকটাই পিছিয়ে ভারত। তবে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা বাড়তি তাগিদ দেখা যায়। ভারতের ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়। এই তালিকায় প্রথম সারিতে কারা রয়েছেন?
একটু জেনে নেওয়া যাক!
- তালিকায় শীর্ষে রয়েছে অজিঙ্ক রাহানে। গত বারের অস্ট্রেলিয়া সফরে রাহানে ছিলেন ভাইস ক্যাপ্টেন। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি প্রথম ম্যাচের পর পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন। বাকি তিন ম্যাচে নেতৃত্ব দেন রাহানে। তিনটির মধ্যে দুটি জয়। সিরিজও জিতেছিল ভারত।
- রাহানের মতো দুটি জয় রয়েছে বিষেণ সিং বেদীরও! তবে তিনি পাঁচ ম্যাচে নেতৃত্ব দিয়ে দুটি জিতেছিলেন ভারত অধিনায়ক হিসেবে।
- তালিকায় রয়েছেন বিরাট কোহলিও। তিনিও অস্ট্রেলিয়া ক্যাপ্টেন হিসেবে দুটি টেস্ট জিতেছেন। সাত ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
- অস্ট্রেলিয়ায় তিন টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন সুনীল গাভাসকর। এর মধ্যে একটি জয়।
- দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অস্ট্রেলিয়ায় চার টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। এর মধ্যে একটি জয়।
- ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কোচ অস্ট্রেলিয়ায় চার টেস্টে নেতৃত্ব দিয়ে একটি জিতেছেন।