পরপর দু-ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানকে হারানো। কোনটা বেশি আনন্দ দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে একটু বলা কঠিন। যদিও সার্বিক ভাবে বলা যায়, সুপার সানডে-তে পাকিস্তানকে হারানোয় বাড়তি আনন্দ ছিল। তার অন্যতম কারণ, বিরাট কোহলির সেঞ্চুরি। ওয়ান ডে কেরিয়ারে ৫১তম সেঞ্চুরি, দ্রুততম হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক পার, ম্যাচের সেরার পুরস্কার। প্রাপ্তি অনেক। কিন্তু কয়েক সপ্তাহ আগেও পরিস্থিতিটা ছিল আলাদা। নিজের ভালোবাসা যে আসলে দুর্বলতাও, স্বীকার করে নিয়েছেন কিং কোহলি।
বিরাট কোহলির সেরা শট কোনটি? সৌন্দর্যের দিক থেকে অবশ্যই কভার ড্রাইভ। কিন্তু এই কভার ড্রাইভের লোভ মারাত্মক। প্রত্যেক ব্যাটারেরই থাকে। মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরেরও ছিল। এর ফলে তিনি যখন একটা সিরিজে হতাশাজনক পরিস্থিতিতে পড়েছিলেন, একটা পুরো ইনিংসে কভার ড্রাইভই খেলেননি। সেটা এখনও উদাহরণ হয়ে রয়ে গিয়েছে। ভারতের গত অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি টানা আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে। কভার ড্রাইভের লোভ সামলাতে পারেননি।
বোর্ডের একটি ভিডিয়োতে পাকিস্তান ম্যাচের সেরা কিং কোহলি বলেন, ‘আমার কাছে এটা দ্বিধা। কভার ড্রাইভ যেমন আমার দুর্বলতা তেমনই এটা এমনই একটা শটে যা খেলে বছরের পর বছর প্রচুর রানও করেছি।’ পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি প্রসঙ্গে বিরাট যোগ করেন, ‘এই ইনিংসটাতেই কভার ড্রাইভ খেলেছি। নিজের শটের উপর ভরসা রেখেছি। বলা যায়, শুরুর দিকে ঝুঁকি নিয়েই খেলেছি। ড্রাইভের সময়ই বুঝতে পারি নিয়ন্ত্রণ রয়েছে কি না। এই ইনিংসটা সব দিক থেকেই স্পেশাল।’