Virat Kohli: বিরাট কোহলি ১০০টা সেঞ্চুরি করবে… ভবিষ্যদ্বাণী পাক কিংবদন্তির

Feb 24, 2025 | 7:48 PM

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকরকে স্পর্শ করতে কোহলির আরও সময় লাগবে। এরই মাঝে পাকিস্তানের এক প্রাক্তন তারকা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর মনে হয় বিরাট কোহলি নিশ্চয়ই ১০০তম আন্তর্জাতিক সেঞ্চুরি করতে পারবেন। কে করলেন এমন ভবিষ্যদ্বাণী?

Virat Kohli: বিরাট কোহলি ১০০টা সেঞ্চুরি করবে... ভবিষ্যদ্বাণী পাক কিংবদন্তির
Virat Kohli: বিরাট কোহলি ১০০টা সেঞ্চুরি করবে... ভবিষ্যদ্বাণী পাক কিংবদন্তির
Image Credit source: PTI

Follow Us

দুবাই: বিরাট কোহলি (Virat Kohli) কি ১০০ সেঞ্চুরির মালিক হবেন? চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) তিনি সেঞ্চুরি করার পর এ নিয়ে আলোচনা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে চলতি মিনি বিশ্বকাপে অনবদ্য খেলেছেন কোহলি। ওডিআই কেরিয়ারের ৫১তম সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এটি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৮২তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকরকে স্পর্শ করতে কোহলির আরও সময় লাগবে। এরই মাঝে পাকিস্তানের এক প্রাক্তন তারকা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর মনে হয় বিরাট কোহলি নিশ্চয়ই ১০০তম আন্তর্জাতিক সেঞ্চুরি করতে পারবেন। কে করলেন এমন ভবিষ্যদ্বাণী?

পাক কিংবদন্তি শোয়েব আখতার ভারতীয় তারকা বিরাটের সেঞ্চুরিতে মুগ্ধ। তিনি বলেন, “আমরা সবাই আবার দেখলাম যে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে কেমন খেলে। ওকে যদি একবার বলা হয় যে ও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে, তা হলে ও সেই রকম প্রস্তুতি নিয়ে খেলতে যায় এবং সেঞ্চুরিও করে। ওকে শুভেচ্ছা। ও একজন সুপারস্টার। সাদা বলে ও রান তাড়ায় ওস্তাদ। বর্তমান কালের ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা ও। ওর পারফরম্যান্স দেখে আমি খুশি। ও অত্যন্ত সৎ মানুষ।”

রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের কথায় কোহলির ১০০টা আন্তর্জাতিক সেঞ্চুরি অবধারিত। তিনি বলেন, “ওডিআইতে ও ১৪ হাজার রানও পূর্ণ করে ফেলেছে। আমি আশা করি ভবিষ্যতে ও ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করবে। আমি নিশ্চিত বিরাট এটা করবে। ওর জন্য আমি খুব খুশি। ও যেভাবে খেলেছে, তাতে প্রশংসা ওর প্রাপ্য। যেভাবে ও ভয়ডরহীন ভাবে এবং লড়াকু মানসিকতার সঙ্গে যেভাবে খেলেছে, তাকে কুর্নিশ জানাতে হয়।”