Mitchell Starc: নিলাম ঘরে যখন চড়চড়িয়ে বাড়ছে স্টার্কের দাম, কী অবস্থা হয়েছিল স্ত্রী হিলির?
Alyssa Healy: ওডিআই বিশ্বকাপে নজর কেড়েছিলেন স্টার্ক। প্রত্যাশিত ছিল আইপিএলে ভালো দর পাবেন। তবে এমন আকাশছোঁয়া দর যে পাবেন তা হয়তো আঁচ করতে পারেননি কেউই। ঠিক তেমনই স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলিও ভাবতে পারেননি এতটা দর পাবেন স্বামী। টিভির পর্দায় চোখ রেখেছিলেন
সিডনি: মঙ্গল দুপুরে সব রেকর্ড ভেঙে চুরমার। দুবাইয়ের নিলাম ঘর বদলে দিয়েছে টানা ১৬ বছরের ছবিটা। আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার এখন মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে কিনেছে গৌতম গম্ভীরের কেকেআর। এ বার বেগুনি জার্সিতে আইপিএলের মঞ্চ মাতাবেন বিশ্বকাপজয়ী দলের সদস্য মিচেল স্টার্ক। তারকা পেসারের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছে তাঁর পরিবার। স্টার্কের স্ত্রী অ্যালিলা হিলি অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। স্বামীর এই সাফল্যে খুশি বাধ মানছে না হিলির। সুখবর পেয়ে কী বলছেন হেলি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওডিআই বিশ্বকাপে নজর কেড়েছিলেন স্টার্ক। প্রত্যাশিত ছিল আইপিএলে ভালো দর পাবেন। তবে এমন আকাশছোঁয়া দর যে পাবেন তা হয়তো আঁচ করতে পারেননি কেউই। ঠিক তেমনই স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলিও ভাবতে পারেননি এতটা দর পাবেন স্বামী। টিভির পর্দায় চোখ রেখেছিলেন। নিলাম ঘরের দর কষাকষি দেখে রীতিমতো চোখ কপালে উঠেছিল তাঁর। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে মদ্যপান করতে করতে নিলাম উপভোগ করছেন হিলি। তবে এই ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিলি। তাঁর মতে, নিলামে যখন দর কষাকষি চলছে তখন জিমে কসরত করছিলেন তিনি।
নিলামের পর সংবাদমাধ্যমকে হিলি বলেন, “সেই সময় আমি জিমে। মদ্যপানের কথা মাথাতেও আসেনি। জিমে জোরকদমে শরীরচর্চা করছিলাম। তবে মন পড়েছিল নিলামের দিকেই। আমি অবাক হয়ে গিয়েছিলাম টিভি দেখেতে দেখতে। বিশ্বাসই হচ্ছিল না! ভাবতে পারিনি এতটা দর উঠবে।” স্বাভাবিকভাবেই স্বামীর সাফল্যে খুশি হিলি। সবশেষে যোগ করেন, “কামিন্স আর ওর এই সাফল্যে খুশি আমি। এটা দরকার ছিল। বিগত কিছু বছর ধরে দিনরাত এক করে পরিশ্রম করেছে স্টার্ক। এই দিনটা আসতেই হত।”