Cheteshwar Pujara: ইংল্যান্ডে ফের শতরান, থামানো যাচ্ছে না ক্যাপ্টেন পূজারাকে

ইংল্যান্ডে চেতেশ্বর পূজারার কামাল। সাসেক্সের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে শতরান হাঁকালেন। লিস্ট এ ক্রিকেটে কেরিয়ার সেরা রান এল পূজারার ব্যাটে। ইনিংসে ২০টি চার ও ৫টি ছয় হাঁকিয়েছেন।

Cheteshwar Pujara: ইংল্যান্ডে ফের শতরান, থামানো যাচ্ছে না ক্যাপ্টেন পূজারাকে
পূজারার শতরানImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2022 | 10:00 AM

হোব: ইংল্যান্ডের মাটিতে থামার লক্ষণ নেই ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara)। কাউন্টি দল সাসেক্সের হয়ে দুরন্ত ফর্মে পূজারা। রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে গত শুক্রবার ১০৭ রানে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। দিন দুয়েকের মধ্যে তাঁর ব্যাটে আরও এক তুফানি ইনিংস। রবিবার সাসেক্সের (Sussex) অধিনায়ক পূজারা ১৭৪ রানের আরও এক দারুণ ইনিংস খেললেন। সারের বিরুদ্ধে পূজারা চতুর্থ নম্বরে ব্যাট করতে নেমে বিপক্ষের বোলারদের রীতিমতো শাসন করলেন।

১৩১ বলে ১৭৪ রানের ইনিংস। ২০টি চার এবং ৫টি ছয়। শতরানের আগে পর্যন্ত নিজের চেনা ভঙ্গিতে খেলছিলেন পূজারা। শতরান পূর্ণ হতেই কায়দা বদলে আক্রমণাত্মক ভঙ্গিতে ২৮ বলে ৭৪ রান তুলে ফেলেন। সাসেক্স প্রথম ৯ রানে দুটি উইকেট খুইয়ে ফেলেছিল। তৃতীয় উইকেটে টম ক্লার্কের (১০৪) সঙ্গে জুটি বেঁধে ২০৫ রানের পার্টনারশিপ গড়েন পূজারা। লিস্ট এ ক্রিকেটে এটাই পূজারার সবচেয়ে বড় স্কোর। এর আগে অপরাজিত ১৫৮ রান করেছিলেন। ২০১২ সালে দেশের মাটিতে চ্যালেঞ্জার ট্রফিতে এই রান তোলেন। লিস্ট এ ক্রিকেটে ১৩তম শতরান। দেশের হয়ে মাত্র ৫টি ওয়ান ডে খেলা পূজারার লিস্ট এ ক্রিকেটে ৫৫ গড়ে রান করেছেন। সাসেক্সের হয়ে খেলা কোনও ক্রিকেটারের এটাই সর্বাধিক স্কোর।

প্রথমে ব্য়াট করে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান তোলে সাসেক্স। ৪৮তম ওভারে কনর ম্যাককেরের শিকার হন পূজারা। সারের বিরুদ্ধে পূজারার দল এখনও চারটি ম্যাচে খেলেছে। তার মধ্যে দুটিতে জয় ও দুটি ম্যাচে হেরেছে সাসেক্স।