DC vs KKR Highlights, IPL 2023: শেষ ওভারে কষ্টার্জিত জয় দিল্লি ক্যাপিটালসের

| Edited By: | Updated on: Apr 21, 2023 | 12:52 AM

Delhi Capitals vs Kolkata Knight Riders, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

DC vs KKR Highlights, IPL 2023: শেষ ওভারে কষ্টার্জিত জয় দিল্লি ক্যাপিটালসের
অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সImage Credit source: Graphics - TV9Bangla

নয়াদিল্লি: আইপিএল-১৬ (IPL 2023) এগিয়ে চলেছে। আগামী মে মাসের ২৮ তারিখ অবধি চলবে বিনোদনে ভরপুর ভারতের কোটিপতি লিগ। সাধারণত শনি-রবিবার করে আইপিএলের ডাবল হেডার থাকে। ১৬তম আইপিএলে এই প্রথম বার শনি-রবি বাদ দিয়েও এদিন হল। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দিল্লি টানা ৫ ম্যাচে হেরেছিল। আর কেকেআর পরপর ২টি ম্যাচে। অবশেষে মরসুমের প্রথম জয় পেল দিল্লি ক্যাপিটালস। টস হেরে প্রথমে ব্যাট করে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় কেকেআর ইনিংস। দিল্লির শুরুটা দুর্দান্ত হয়। ডেভিড ওয়ার্নার এ বারের চতুর্থ অর্ধশতরান করেন। তবে তিনি আউট হতেই চাপে পড়ে দিল্লি। কলকাতা স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্স। তবে ৪ বল বাকি থাকতেই ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় দিল্লি ক্যাপিটালসের। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন দিল্লি বনাম কেকেআর ম্যাচের খুঁটিনাটি তথ্য।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 21 Apr 2023 12:44 AM (IST)

    এক নজরে

    • টস হেরে কলকাতাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দিল্লি ক্যাপিটালস।
    • মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় কলকাতা ইনিংস।
    • সামনে ১২৮ রানের লক্ষ্য, তাতেও খেই হারাল দিল্লি।
    • কেকেআর স্পিনাররা অনবদ্য বোলিং করেন।
    • শেষ অবধি কোনওরকমে জয় দিল্লি ক্যাপিটালসর।
    • মরসুমের প্রথম জয় দিল্লির।
    • হারের হ্যাটট্রিক কেকেআরের।
  • 20 Apr 2023 11:28 PM (IST)

    ওয়ার্নার অনবদ্য

    আইপিএল কেরিয়ারের ৫৯ তম হাফসেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের। এ বারের মরসুমে চতুর্থ। প্রশ্ন উঠছিল তাঁর স্ট্রাইকরেট নিয়ে। এ দিন প্রায় ১৬০ স্ট্রাইকরেটে হাফসেঞ্চুরিতে পৌঁছলেন ওয়ার্নার।

  • 20 Apr 2023 11:21 PM (IST)

    লখনউ ম্য়াচের পুনরাবৃত্তি হবে!

    আগের রাতেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। একটা সময় রাজস্থানের প্রয়োজন ছিল ৫১ বলে ৬৮ রান প্রয়োজন ছিল রাজস্থানের। হাতে তখনও ১০ উইকেট। এরপরও ১০ রানের অনবদ্য জয় লখনউয়ের। কেকেআর কি এমন কিছু করতে পারবে?

  • 20 Apr 2023 11:14 PM (IST)

    ব্রেক থ্রু…

    ব্রেক থ্রু দিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। পার্টটাইম স্পিনার। আক্রমণে এসেই ফেরালেন মিচেল মার্শকে।

  • 20 Apr 2023 11:01 PM (IST)

    বরুণের সাফল্য…

    দিল্লির ইমপ্য়াক্ট প্লেয়ার পৃথ্বীকে ফেরালেন বরুণ চক্রবর্তী। স্কোয়ার কাট মারতে গিয়ে প্লেড অন দিল্লি ওপেনার। এ বারের আইপিএলে ব্যর্থতা জারি পৃথ্বীর।

  • 20 Apr 2023 10:35 PM (IST)

    এক নজরে

    • বৃষ্টির জন্য প্রায় ঘণ্টাখানেক দেরীতে শুরু ম্যাচ
    • টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লির।
    • নিয়মিত ব্যবধানে উইকেট হারায় কেকেআর।
    • কেকেআর জার্সিতে অভিষেকে ৪৩ রান জেসন রয়ের।
    • শেষ দিকে আন্দ্রে রাসেল ৩৮ রান না করলে একশোর নিচেই গুটিয়ে যেতে পারত কেকেআর।
    • মরসুমের প্রথম ম্যাচেই নজর কাড়লেন দিল্লির অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা।
    • দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১২৮ রানের লক্ষ্য দিল কেকেআর।
  • 20 Apr 2023 09:58 PM (IST)

    উমেশ আউট

    ৩ রান করে মাঠ ছাড়লেন উমেশ যাদব। খেলা এখনও বাকি ৪ ওভারের।

  • 20 Apr 2023 09:50 PM (IST)

    রয় আউট

    ডট বলের চাপে আউট হলেন জেসন রয়। সপ্তম উইকেট হারাল কেকেআর। ৪৩ রান করে সাজঘরে ফিরলেন রয়।

  • 20 Apr 2023 09:37 PM (IST)

    ১২ ওভারে কেকেআর ৭৩/৬

    ক্রিজে আন্দ্রে রাসেল ও জেসন রয়। কেকেআরের খেলা বাকি ৮ ওভারের।

  • 20 Apr 2023 09:31 PM (IST)

    নারিন আউট

    ইশান্ত শর্মা তুলে নিলেন সুনীল নারিনের উইকেট। ষষ্ঠ উইকেট হারাল কেকেআর। ৪ রান করে মাঠ ছাড়লেন নারিন।

  • 20 Apr 2023 09:25 PM (IST)

    রিঙ্কুর উইকেট হারিয়ে ফেলল কেকেআর

    ৬ রান করে মাঠ ছাড়লেন রিঙ্কু সিং। অক্ষর প্যাটেল ফেরালেন কেকেআরের ফিনিশারকে।

  • 20 Apr 2023 09:17 PM (IST)

    মনদীপ আউট

    মনদীপ সিংয়ের উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। চতুর্থ ধাক্কা খেল নাইটরা। ১২ রান করে মাঠ ছাড়লেন মনদীপ।

  • 20 Apr 2023 09:07 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র মধ্যে ৩টি উইকেট হারিয়ে ফেলেছে কেকেআর। তুলেছে ৩৫ রান।

  • 20 Apr 2023 09:01 PM (IST)

    রানা আউট

    ৪ রান করে মাঠ ছাড়লেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। দিল্লিকে তৃতীয় উইকেট এনে দিলেন ইশান্ত শর্মা।

  • 20 Apr 2023 08:58 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৩১/২

    নাইটদের ৫ ওভারের খেলা শেষ। ৫ ওভার শেষে কেকেআরের স্কোর ২ উইকেটে ৩১।

  • 20 Apr 2023 08:49 PM (IST)

    নাইট সেঞ্চুরিয়ান ফিরলেন শূন্যে

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন ভেঙ্কটেশ আইয়ার। মিচেল মার্শ নিলেন ক্যাচ। ভেঙ্কির উইকেট গেল অনরিখ নর্টজের খাতায়।

  • 20 Apr 2023 08:42 PM (IST)

    লিটন আউট

    স্মরণীয় হল না লিটন দাসের আইপিএল অভিষেক। প্রথম ধাক্কা খেল কেকেআর। পুল শট খেলার চেষ্টায় সার্কেলেই ক্যাচ আউট হয়ে ফিরলেন লিটন। ঝুলিতে মাত্র ৪ রান।

  • 20 Apr 2023 08:30 PM (IST)

    নাইটদের নতুন ওপেনিং জুটি

    চলতি মরসুমে এই নিয়ে চতুর্থ বার ওপেনিং জুটি বদলাল কেকেআর। আজ দিল্লির বিরুদ্ধে ওপেনিংয়ে নামলেন জেসন রয় ও লিটন দাস।

  • 20 Apr 2023 08:26 PM (IST)

    KKR এর একাদশ

    কেকেআরের একাদশ – জেসন রয়, লিটন দাস, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মনদীপ সিং, কুলবন্ত কেজরোলিয়া, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

    সাবস্টিটিউট – সূয়াশ শর্মা, অনুকূল রায়, বৈভব অরোরা, এন জগদীশন ও ডেভিড উইজে।

  • 20 Apr 2023 08:25 PM (IST)

    অপেক্ষার অবসান

    আইপিএল ডেবিউ হল বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসের।

  • 20 Apr 2023 08:24 PM (IST)

    DC র একাদশ

    দিল্লির একাদশ – ডেভিড ওয়ার্নার, ফিল সল্ট, মিচেল মার্শ, মনীশ পান্ডে, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অমন খান, কুলদীপ যাদব, অনরিখ নর্টজে, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।

    সাবস্টিটিউট – পৃথ্বী শ, যশ ধুল, সরফরাজ খান, রিপল প্যাটেল ও চেতন সাকারিয়া।

  • 20 Apr 2023 08:20 PM (IST)

    একাদশে কী পরিবর্তন?

    দিল্লি ক্যাপিটালসে ২টি পরিবর্তন। কেকেআরের ৪টি পরিবর্তন।

  • 20 Apr 2023 08:16 PM (IST)

    টস আপডেট

    ৭টার জায়গায় অবশেষে টস হল ৮.১৫ মিনিটে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

  • 20 Apr 2023 08:11 PM (IST)

    দিল্লি থেকে এল টস বার্তা

    • এখনও টস হয়নি ঠিকই, কিন্তু টস কখন হবে তা জানা গেল।
    • ৮.১৫ নাগাদ হবে DC vs KKR ম্যাচ।
    • ম্যাচ শুরু হবে ৮.৩০ মিনিটে।
  • 20 Apr 2023 08:09 PM (IST)

    DC vs KKR ম্যাচ হলে নজর রাখবেন কাদের ওপর?

    অরুণ জেটলি স্টেডিয়ামে DC vs KKR ম্যাচ শুরু হলে নজর রাখবেন দুই দলের কোন ক্রিকেটারে?

    বিস্তারিত রইল – DC vs KKR, IPL 2023: দুই মহানগরীর লড়াই, দিল্লি-কেকেআর ম্যাচে নজরে কারা?

  • 20 Apr 2023 08:06 PM (IST)

    ওয়েদার আপডেট

    • DC vs KKR ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা বেড়েই চলেছে।
    • দিল্লিতে এখন চলছে বৃষ্টির খেলা।
    • ৮.১৫ নাগাদ ফের হবে মাঠ পরিদর্শন।
    • এক বার করে পিচ থেকে কভার সরছে, ফের বৃষ্টি শুরু হতেই পিচ ঢাকছে কভারে।
    • আর কতক্ষণ চলবে বৃষ্টির এই খেলা?
  • 20 Apr 2023 08:02 PM (IST)

    টস হতে দেরি রয়েছে, ম্যাচ হতেও দেরি রয়েছে

    এই সুযোগে চোখ বুলিয়ে নিন প্রিভিউতে

    বৃষ্টির কারণে টস হতে দেরি রয়েছে। ম্যাচ হতেও দেরি রয়েছে। তার আগে এই সুযোগে চোখ বুলিয়ে নিন DC vs KKR প্রিভিউতে।

    পড়ুন বিস্তারিত – DC vs KKR IPL 2023 Match Prediction: নড়বড়ে দিল্লির সামনে আজ কেকেআরের হারের হ্যাটট্রিক আটকানোর সুযোগ

  • 20 Apr 2023 07:53 PM (IST)

    পরবর্তী পরিদর্শন ক’টায়?

    বৃষ্টি থেমেছে দিল্লিতে। এরপর ৮ টা নাগাদ হবে পরবর্তী মাঠ পরিদর্শন।

  • 20 Apr 2023 07:46 PM (IST)

    ফের ঝমঝমিয়ে বৃষ্টি শুরু

    দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফের শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি। টসের অপেক্ষা আরও বেড়েই চলেছে।

  • 20 Apr 2023 07:34 PM (IST)

    টসের অপেক্ষা বেড়েই চলেছে

    • বৃষ্টির কারণে টস হতে দেরি হচ্ছে।
    • প্রথমে ৭টা নাগাদ মাঠ পরিদর্শন হয়।
    • এরপর ৭.১৫ নাগাদ মাঠ পরিদর্শন হয়।
    • তৃতীয় বার মাঠ পরিদর্শন হয় ৭.৩০ নাগাদ।
    • আইপিএলের টুইটারে জানানো হয়েছে ৭.৪৫ মিনিট নাগাদ ফের মাঠ পরিদর্শন হবে।
  • 20 Apr 2023 07:18 PM (IST)

    ফের হবে মাঠ পরিদর্শন

    ৭.৩০ মিনিট নাগাদ ফের হবে মাঠ পরিদর্শন। তারপর জানা যাবে টস কখন হবে।

  • 20 Apr 2023 07:09 PM (IST)

    ৭.১৫ নাগাদ হবে মাঠ পরিদর্শন

    ৭.১৫ মিনিট নাগাদ মাঠ পরিদর্শন করবেন অফিসিয়ালরা।

  • 20 Apr 2023 07:07 PM (IST)

    বৃষ্টির ভ্রুকুটি

    বৃষ্টির কারণে দিল্লি বনাম কেকেআর ম্যাচের টসে দেরি।

  • 20 Apr 2023 07:01 PM (IST)

    আউট এলিস

    ফের সাফল্য মহম্মদ সিরাজের। ১ রানে নাথান এলিসের উইকেট ছিটকে দিলেন।

  • 20 Apr 2023 06:47 PM (IST)

    নাইটদের বিরুদ্ধে নামার জন্য তৈরি DC

    ঘরের মাঠে চলতি আইপিএলে প্রথম জয়ের খোঁজে নামছে দিল্লি ক্যাপিটালস। কেকেআরের বিরুদ্ধে নামার জন্য তৈরি DC।

  • 20 Apr 2023 06:31 PM (IST)

    লক্ষ্মীবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ

    আর ১ ঘণ্টা পর নয়াদিল্লিতে শুরু হবে লক্ষ্মীবারের আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ।

Published On - Apr 20,2023 6:30 PM

Follow Us:
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া