DC vs RCB Highlights, WPL 2023: ভাগ্য ঘুরল না আরসিবির, ৬ উইকেটে জয় দিল্লির
Delhi Capitals vs Royal Challengers Bangalore Live Score in Bengali: দেখুন ডব্লিউপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ বেশ হই হই চলছে। আজ সপ্তাহের প্রথম দিন, ছিল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ম্যাচ। টানা ৪ ম্যাচে হেরে দিল্লির বিরুদ্ধে নেমেছিল স্মৃতির দল। যার ফলে আরসিবির আত্মবিশ্বাস তলানিতে ঠেকে গিয়েছিল। এমন অবস্থায় দিল্লির বিরুদ্ধে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করে আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে আরসিবি। দিল্লির সামনে টার্গেট ছিল ১৫১। শেষ অবধি ২ বল বাকি থাকতেই ১৫৪ রান তুলে নেয় মেগ ল্যানিংয়ের দল। যার ফলে টানা ৫ ম্যাচে হারের মুখ দেখল স্মৃতির আরসিবি। আর এখনও অবধি ৫টি ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থান আরও মজবুত করল দিল্লি।
LIVE NEWS & UPDATES
-
DC vs RCB ম্যাচ রিপোর্ট
মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ছন্দে থাকা মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ উইকেটে হারলেন এলিস-রিচারা।
পড়ুন বিস্তারিত – DC vs RCB, WPL Match Result: এলিস-আশাদের লড়াই ব্যর্থ প্রমাণ করে দিল্লিকে জেতালেন মারিজানে-শিখারা
-
ফের হারের মুখ দেখল আরসিবি
- আরসিবির বিরুদ্ধে ৬ উইকেটে জিতল দিল্লি ক্যাপিটালস।
- টানা ৫ ম্যাচে হারের মুখ দেখল আরসিবি।
- দিল্লিকে ১৫১ রানের টার্গেট দিয়েছিল আরসিবি।
- ২ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করে ফেলে দিল্লি।
- ৪ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১৫৪ রান তোলে দিল্লি।
-
-
৬ বল বাকি, দিল্লির প্রয়োজন ৯ রান
আরসিবিকে হারাতে হলে দিল্লিকে শেষ ওভারে তুলতে হবে ৯ রান
-
দিল্লির ৩ ওভারের খেলা বাকি
১৭ ওভার শেষে দিল্লির স্কোর ৪ উইকেটে ১২৭। ম্যাচ জিততে হলে ১৮ বলে ২৪ রান তুলতে হবে দিল্লিকে।
-
১৫ ওভারে দিল্লি ১১৪/৪
দিল্লির ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ। বাকি থাকা ৫ ওভারে দিল্লিকে তুলতে হবে ৩৭ রান।
-
-
জেমাইমা আউট
জেমাইমা রডরিগজের উইকেট তুলে নিলেন আশা শোভানা।বড় উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে বসলেন জেমাইমা। ২৮ বলে ৩২ রান করে মাঠ ছাড়লেন জেমাইমা।
-
১০ ওভারে দিল্লি ৮৩/৩
- দিল্লির ইনিংসের খেলা বাকি আর ১০ ওভারের
- প্রথম ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস
- এখনও ম্যাচে জিততে হলে ৬০ বলে ৬৮ রান তুলতে হবে মেগ ল্যানিংয়ের দলকে
-
দিল্লির অধিনায়ককে ফেরালেন আশা
দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংয়ের উইকেট তুলে নিলেন আশা শোভানা। ১৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন মেগ।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র শেষে দিল্লির স্কোর ২ উইকেটে ৫২। জিততে হলে দিল্লিকে ১৪ ওভারে তুলতে হবে ৯৯ রান।
-
অ্যালিস ক্যাপসি আউট
২৪ বলে ৩৮ রান করে মাঠ ছাড়লেন অ্যালিস ক্যাপসি। দ্বিতীয় উইকেট হারাল দিল্লি। প্রীতি বোস আরসিবিকে এনে দিলেন দ্বিতীয় উইকেট।
-
৩ ওভারে দিল্লি ১৬/১
দিল্লি ক্যাপিটালসের ৩ ওভারের খেলা শেষ। প্রথম ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে দিল্লি।
-
শেফালির স্টাম্প ছিটকে দিলেন মেগান
প্রথম ওভারের দ্বিতীয় বলেই মেগান শুট তুলে নিলেন শেফালি ভার্মার উইকেট।
-
রান তাড়া করতে নামল দিল্লি
টার্গেট ১৫১। রান তাড়া করতে নামল দিল্লি। ওপেনিংয়ে শেফালি ভার্মা ও মেগ ল্যানিং।
-
আরসিবি থামল ১৫০ রানে
- নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫০ রানে থামল আরসিবি।
- দিল্লির টার্গেট ১৫১।
- আরসিবির হয়ে সর্বাধিক রান করেছেন এলিস পেরি ৬৭*।
- দিল্লির হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন শিখা পান্ডে (৩টি)।
-
রিচা আউট
অন ফিল্ড আম্পায়ার রিচা ঘোষকে আউট নেননি। ডিআরএস নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। তাতে সফল হয় দিল্লি। ১৬ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন রিচা।
-
আরসিবির খেলা বাকি ২ ওভারের
১৮ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ১৩৫। রিচা-এলিস জুটিতে এগিয়ে চলেছে আরসিবি।
-
এলিসের হাফসেঞ্চুরি
১৭তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন এলিস পেরি।
-
১৫ ওভারে আরসিবি ৮০/৩
- আরসিবির ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ
- ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ৮০ রান
- আর ৫ ওভারের খেলা বাকি রয়েছে
- ক্রিজে রিচা ঘোষ ও এলিস পেরি
-
হেদার নাইট আউট
তারা নরিস দিল্লিকে এনে দিলেন তৃতীয় উইকেট। ১২ বলে ১১ রান করে আউট হলেন হেদার নাইট। দারুণ ক্যাচ নিলেন শিখা পান্ডে।
-
১০ ওভারে আরসিবি ৫০/২
- আরসিবির ইনিংসের ১০ ওভারের খেলা শেষ
- প্রথম ১০ ওভারের মধ্যে ২ ওপেনারের উইকেট হারিয়ে ফেলেছে আরসিবি
- দিল্লিকে ২টি উইকেট এনে দিয়েছেন শিখা পান্ডে
- এ বার দেখার বাকি ১০ ওভারের মধ্যে কত রান তুলতে পারে আরসিবি
- ১০ ওভারে আরসিবির স্কোর ২ উইকেটে ৫০
-
সোফিকে ফেরালেন শিখা
১৯ বলে ২১ রান করে মাঠ ছাড়লেন সোফি ডিভাইন। ১০ ওভারের মধ্যে দ্বিতীয় ধাক্কা খেল আরসিবি। দিল্লিকে দ্বিতীয় উইকেটটিও এনে দিলেন শিখা পান্ডে।
-
৮ ওভারে আরসিবি ৩৮/১
- আরসিবির ৮ ওভারের খেলা শেষ
- ক্রিজে সোফি ডিভাইন ও এলিস পেরি
- ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ৩৮ রান
-
পাওয়ার প্লে শেষ
আরসিবির ইনিংসের ৬ ওভারের খেলা শেষ। পাওয়ার প্লে-র শেষে আরসিবির স্কোর ২৯-১।
-
স্মৃতির উইকেট হারাল আরসিবি
শিখা পান্ডে তুলে নিলেন স্মৃতি মান্ধানার উইকেট। ১৫ বলে ৮ রান করে মাঠ ছাড়লেন আরসিবি অধিনায়ক।
-
৩ ওভারে আরসিবি ১৭/০
আরসিবির ইনিংসের ৩ ওভারের খেলা শেষ প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে স্মৃতি-সোফি জুটি তুলেছে ১৭ রান।
-
আরসিবির ইনিংসের প্রথম ওভার শেষ
দিল্লির বিরুদ্ধে আরসিবি ডব্লিউপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে নেমেছে। আরসিবির ইনিংসের প্রথম ওভারে কোনও রান এল না।
-
শুরু হল আরসিবির ইনিংস
আরসিবির হয়ে ওপেনিংয়ে নামলেন স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইন। বল হাতে এগিয়ে এলেন দিল্লির মারিজানে কাপ।
-
আরসিবির একাদশ
আরসিবির একাদশে চার পরিবর্তন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ- স্মৃতি মান্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, মেগান শুট, রিচা ঘোষ, প্রীতি বোস, শ্রেয়াঙ্কা পাটিল, দিশা কাসত, আশা শোভানা, রেনুকা সিং ঠাকুর।
DC have won the toss, and we’ll be batting first. ?
?️ Captain Smriti: “the change of venue has brought some freshness, and hopefully change of fortunes.”
4️⃣ changes in our XI: Megan ? Erin Preeti ? Sahana Disha ? Kanika Asha ? Komal#PlayBold #DCvRCB @KajariaCeramic pic.twitter.com/z4JBTjk2GA
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 13, 2023
-
দিল্লির একাদশ
দিল্লির একাদশে আজ দু’টি পরিবর্তন হয়েছে। লরা হ্য়ারিস ও মীনু মানির জায়গায় একাদশে এসেছেন অ্যালিস ক্যাপসি ও অরুন্ধতী রেড্ডি।
দিল্লি ক্যাপিটালসের একাদশ: মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, অ্যালিস ক্যাপসি, মারিজানে কাপ, জেস জোনাসন, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব, তারা নরিস।
-
টস আপডেট
টসে জিতে আরসিবির বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং।
-
WPL-এ DC vs RCB ম্যাচের প্রিভিউ পড়ুন
আজ মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্য়াপিটালস ও আরসিবি। এবার কি ঘুরে দাঁড়াতে পারবেন স্মৃতি মান্ধানারা ?
পড়ুন বিস্তারিত – DC vs RCB, WPL 2023: জয়ের খাতা খুলবে? আজ দুর্দান্ত দিল্লির বিরুদ্ধে পরীক্ষা স্মৃতির আরসিবির
-
স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে আরসিবির প্লেয়াররা
মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম পয়েন্ট তুলতে পারবে আরসিবি? আজকের ম্যাচে নজর থাকবে সে দিকেই। এই মুহূর্তে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে আরসিবির প্লেয়াররা
Positive vibes from the squad as we head to Dr. D.Y. Patil Stadium looking for a change in fortunes. ??️
Come on, girls! ?#PlayBold #ನಮ್ಮRCB #SheIsBold #WPL2023 #DCvRCB pic.twitter.com/IX78Ug6jmZ
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 13, 2023
-
অপেক্ষার আর ১ ঘণ্টা
দিল্লির ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আজ রয়েছে WPL-এ দিল্লি বনাম আরসিবি ম্যাচ।
We are at DY Patil Stadium ? ?️@DelhiCapitals take on @RCBTweets to continue their winning streak?
Or will #RCB win❓#DCvRCB pic.twitter.com/MAdc5j66DS
— Women's Premier League (WPL) (@wplt20) March 13, 2023
Published On - Mar 13,2023 6:30 PM