AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhruv Jurel: কেরিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি, বাবাকে গার্ড অব অনার ধ্রুব জুরেলের

India vs West Indies Test: সদ্য ইংল্যান্ড সফরেও স্কোয়াডে ছিলেন। শেষ ম্যাচে ঋষভ পন্থ খেলতে পারেননি। স্বাভাবিকভাবেই একাদশে এসেছিলেন ধ্রুব। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই ঋষভ পন্থ। সুযোগ কাজে লাগাতে ভুললেন না ধ্রুব জুরেল। নজর কাড়লেন স্পেশাল সেলিব্রেশনেও।

Dhruv Jurel: কেরিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি, বাবাকে গার্ড অব অনার ধ্রুব জুরেলের
Image Credit: PTI
| Updated on: Oct 03, 2025 | 10:08 PM
Share

কেরিয়ারে টেস্টের সংখ্যা মাত্র ছয়। এর মধ্যেই সেঞ্চুরিও করে ফেললেন ভারতীয় ক্রিকেটের নতুন ধ্রুব-তারা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার যখন খেলেছিল ভারত, টেস্ট অভিষেক হয়েছিল একঝাঁক তরুণ ক্রিকেটারের। এই তালিকায় ছিলেন ধ্রুব জুরেল। ক্রমশ টেস্টে ভারতের সেকেন্ড কিপার-ব্যাটার হিসেবে উঠে আসেন। অভিষেক সিরিজে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। সদ্য ইংল্যান্ড সফরেও স্কোয়াডে ছিলেন। শেষ ম্যাচে ঋষভ পন্থ খেলতে পারেননি। স্বাভাবিকভাবেই একাদশে এসেছিলেন ধ্রুব। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই ঋষভ পন্থ। সুযোগ কাজে লাগাতে ভুললেন না ধ্রুব জুরেল। নজর কাড়লেন স্পেশাল সেলিব্রেশনেও।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেই ঋষভ পন্থ। ইংল্যান্ড সফরের চোট থেকে এখনও পুরোপুরি ফিট নন ভারতের ভাইস ক্যাপ্টেন। টিমে কিপার ব্যাটার হিসেবে অটোমেটিক চয়েস ধ্রুব জুরেল। আর তাঁকে একাদশে রাখাটা যে শুধুমাত্র বিকল্পই নয়, বরং যোগ্যতার ভিত্তিতেই খেলছেন, দুরন্ত ইনিংসে যেন বুঝিয়ে দিলেন। সাধারণত ৬-৭-৮ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ মেলে। এই ম্যাচে তাঁকে পাঁচে পাঠানো হয়। যেমন মজবুত জুটি গড়লেন, তেমনই সেঞ্চুরির স্পেশাল ইনিংস। আরও বড় স্কোর আসতে পারত তাঁর ব্যাটে। অফস্পিনে কটবিহাইন্ড হন। ১২৫ রানের প্রশংসনীয় ইনিংসে দলকে দুর্দান্ত জায়গায় পৌঁছে দিয়েছেন।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক সিরিজে ম্যাচ জেতানো ইনিংসে স্পেশাল সেলিব্রেশন দেখা গিয়েছিল ধ্রুব জুরেলের। হাফসেঞ্চুরির পরই স্যালুট করেছিলেন। তাঁর বাবা ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্মী। কার্গিল যুব্ধের সাক্ষী। বাবাকে সম্মান জানাতেই সেই সেলিব্রেশন করেছিলেন ধ্রুব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাফসেঞ্চুরির পরও স্যালুট করলেন। স্পেশাল সেলিব্রেশন তুলে রেখেছিলেন সেঞ্চুরির জন্য। কেরিয়ারে প্রথম বার দেশের জার্সিতে তিন অঙ্কের ইনিংস। সেঞ্চুরি পূর্ণ হতেই গার্ড অব অনার দেন। সেনাকর্মীরা যেটা বন্দুক দিয়ে করেন, ধ্রুব জুরেল করলেন ব্যাট দিয়ে।

ক্রিকেটার হিসেবে ধ্রুব জুরেলকে এগিয়ে দিতে তাঁর পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে। ধ্রুবর ক্রিকেট যাতে বন্ধ না হয় মা সোনার চেইনও বন্ধক রেখেছিলেন। বাবাও কম কষ্ট করেননি ছেলেকে ক্রিকেটার বানাতে। সেই লড়াইগুলোকেই কুর্নিশ ধ্রুব জুরেলের। তবে সেঞ্চুরির সেলিব্রেশনটা তুলে রেখেছিলেন ভারতীয় সেনার জন্য। দিনের খেলা শেষে তার ব্যাখ্যা করেন ধ্রুব। বলেন, ‘হাফসেঞ্চুরির পর স্যালুট করেছিলাম, সেটা বাবার জন্য। আর সেঞ্চুরির পর গান স্যালুট ভারতীয় সেনার জন্য। এই সম্মান ওদের প্রাপ্য।’