মুম্বই: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), এমন একজন ব্যাক্তি যিনি অনেকের জীবন বদলে দিয়েছেন। তাঁর কাছ থেকে একবার পরামর্শ পেয়েই একাধিক ক্রিকেটার সাফল্যের পথে হাঁটতে শুরু করেছেন। উইকেটের পিছনে তিনি কীভাবে সাফল্য পেয়ে থাকেন কিংবা ফিনিশার মাহি কীভাবে নিজেকে প্রমাণ করে এসেছেন তা দেখে মুগ্ধ একাধিক ক্রিকেটার। ধোনিকে আদর্শ মনে করেন এমন ক্রিকেটারের কমতি নেই। এই তালিকায় রয়েছেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ও আইপিএলে (IPL) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থও (Rishabh Pant)। মাহির অবসরের পর তাঁর যোগ্য উত্তরসূরি বলা হয়ে থাকে পন্থকেই। অনুর্ধ্ব-১৯ এর মঞ্চে যে সাফল্য পেয়েছিলেন পন্থ, তা সিনিয়র দলে শুরুর দিকে পাচ্ছিলেন না তিনি। মাহির অধীনেই ২০১৭ পন্থের জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল। কিন্তু শুরুর দুটো বছর পন্থের জন্য মোটেও ভালো কাটেনি। তবে ধোনি তাঁকে সুপরামর্শ দিয়ে প্রতিষ্ঠিত হতে কোনও রকম কার্পন্য করেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, পন্থ জানান ধোনির সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে। তিনি বলেন, “মাহি ভাই আমার কাছে পরিবারের মতো। আমাদের দু’জনের সম্পর্কও খুব ভালো। আমার ক্রিকেট কেরিয়ারে আমি তাঁর থেকে বহু জিনিস শিখতে পেরেছি। তিনি সবসময়ই আমাকে উপদেশ দেন যে আমার উচিত নিজের খেলার পদ্ধতির দিকে ফোকাস করা এবং তা ধরে রাখার দিতে বেশি নজর দেওয়া। আর সেটা সত্যিই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে।”
পন্থের কেরিয়ারের শুরুটা যখন মসৃন হয়নি, তিনি একাধিকবার ছুটে যেতেন মাহির বাড়িতে। ফলে শুধু ধোনি নন, তাঁর পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও পন্থের ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। একাধিক বার সেই সকল ছবিও নেটদুনিয়ায় দেখা গিয়েছে। পন্থ এ ব্যাপারে বলেন, “সমস্ত বাড়তি জিনিস মাথায় বাইরে ঝেড়ে ফেলে দেওয়ারই পরামর্শ দিয়েছেন তিনি। আমার শুধু মাহি ভাইয়ের সঙ্গেই নয়, তাঁর পরিবারের সঙ্গেও আমার সম্পর্ক খুব ভালো। সাক্ষী বৌদি, জিভা এবং মাহি ভাইয়ের পরিবারের সকলেই অত্যন্ত ভালো মানুষ। তাদের সঙ্গে সময় কাটাতে আমি ভালোবাসি।”
ভারতীয় দলে ঋষভ পন্থ সুযোগ পাওয়ার পর থেকেই একাধিকবার সমালোচনা মুখে পড়েছেন। কখনও কথা উঠেছে তাঁর ব্যাটিং নিয়ে তো কখনও তাঁর কিপিং নিয়ে। যদিও সেইসবকিছুকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন পন্থ। ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে পন্থের দুর্ধর্ষ পারফরম্যান্স তাঁর জীবনের অনেক কিছু বদলে দিয়েছে। এমনকি ২০২০ সালেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কও হয়েছেন তিনি। আর পন্থের এই সাফল্যের পিছনে ধোনির যে যথেষ্ট অবদান রয়েছে, তাও তাঁর কথায় বেশ স্পষ্ট।
আরও পড়ুন: ICC Meeting: আইসিসির বৈঠকের ফাঁকেই চার দেশিয় টুর্নামেন্ট নিয়ে সৌরভের সঙ্গে বৈঠক চান রামিজ
আরও পড়ুন: IPL 2022: আমি নিজেই নিজের ইনিংস দেখে হতবাক হয়ে গিয়েছি, কে বললেন এমন কথা?