Ashes Series: অ্যাসেজে বাঁচতে চারটি পরিবর্তন ইংল্যান্ডের
Australia vs England: গত দু'বছর মেলবোর্নের মাঠে বক্সিং ডে টেস্টে ভারতের কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এমসিজির উইকেট নিয়ে ক্ষোভ ছিল অস্ট্রেলিয়া দলের। এ বার সেই ক্ষতে প্রলেপ দিতে মরিয়া তারা। ঘরের মাঠে বক্সিং ডে টেস্ট হারের হ্যাটট্রিক চায় না প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
মেলবোর্ন: প্রথম অ্যাসেজ (Ashes) টেস্টে ৯ উইকেটে জয়। দ্বিতীয় টেস্টে ২৭৫ রানে জয়। কাল থেকে শুরু হচ্ছে অ্যাসেজের তৃতীয় টেস্ট। বক্সিং ডে-তে অনেকটা স্বস্তিতে থেকে মাঠে নামবে অস্ট্রেলিয়া (Australia)। অন্যদিকে ইংল্যান্ডের (England) কাছে ডু অর ডাই ম্যাচ। হার মানেই সিরিজ খোয়ানোর পাশাপাশি অ্যাসেজের ট্রফি ফিরে পাওয়ার স্বপ্ন শেষ। কী করবে ইংল্যান্ড? আপাতত প্রথম দলে তিনটি পরিবর্তনের খবর। প্রথম দলে ফিরছেন জস বাটলার, জ্যাক ক্রলি, জ্যাক লিচ ও মার্ক উড। কিন্তু এই চারটি পরিবর্তন করেই কি অ্যাসেজ বাঁচানো যাবে? ক্রিকেট মহলের মতে, সম্ভব নয়।
Happy Boxing Day Eve ? #Ashes
Who’s coming to the ‘G tomorrow? pic.twitter.com/dsDaV7h36Q
— Cricket Australia (@CricketAus) December 24, 2021
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর, প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং বলেছিলেন, অ্যাসেজে হোয়াইটওয়াশ হতে পারে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের পারফরম্যান্স সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। শুধু ক্রিকেটের দিকে থেকে তারা পিছিয়ে আছে তা নয়। মানসিক ভাবেও দুমড়ে গেছে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root) আঙুল তুলছেন বোলিংয়ের দিকে। কিন্তু ব্যাটিং? দ্বিতীয় টেস্টে কামিন্স-হ্যাজেলউড না থাকলেও তাসের ঘরের মত ভেঙে পড়েছে তারা।
অস্ট্রেলিয়া দল আত্মবিশ্বাসের তুঙ্গে। করোনার আতঙ্ক কাটিয়ে তৃতীয় টেস্টে দলে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তবে হ্যাজেলউডকে মেলবোর্নেও পাওয়া যাবে না। অভিষেক হচ্ছে স্কট বোল্যান্ডের। দুরন্ত ছন্দে আছেন লাবুসেন। প্রথম দুটি টেস্টেই কথা বলেছে তাঁর ব্যাট। ওয়ার্নার ফর্মে আছেন, শুধু সেঞ্চুরির কাছে গিয়ে দু’বার থামতে হয়েছে। আরেক ওপেনার মার্কস হ্যারিস পিঙ্ক বল টেস্টে ফর্মে ফিরেছেন। কামিন্স মুখিয়ে আছেন মাঠে নেমে পারফর্ম করতে। অধিনায়ক হওয়ার পর একটা ম্যাচ খেলার পরই থমকে যেতে হয়েছে করোনা আতঙ্কে।
We’re going to see an #Ashes debutant on Boxing Day – congratulations to paceman Scott Boland! ??
In front of his home crowd too… ?
More details: https://t.co/4YjmP2DgFf pic.twitter.com/EGEFyqNMBs
— Cricket Australia (@CricketAus) December 24, 2021
গত দু’বছর মেলবোর্নের মাঠে বক্সিং ডে টেস্টে ভারতের কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এমসিজির উইকেট নিয়ে ক্ষোভ ছিল অস্ট্রেলিয়া দলের। এ বার সেই ক্ষতে প্রলেপ দিতে মরিয়া তারা। ঘরের মাঠে বক্সিং ডে টেস্ট হারের হ্যাটট্রিক চায় না প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
আরও পড়ুন : India vs South Africa: কোচ রাহুলের ‘বিরাট’ উচ্ছ্বাস