কলকাতা: বল বিকৃতি— ২২ গজে এই কাণ্ড করলে শাস্তি অবধারিত। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এ বার এই বল বিকৃতির মারাত্মক অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়াকে সুপার এইটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে পৌঁছেছে ভারত। ওই ম্যাচেই ভারতীয় বোলার অর্শদীপ সিং (Arshdeep Singh) নাকি বল বিকৃতি করেছিলেন, এই অভিযোগ এসেছে ওয়াঘার ওপার থেকে। পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন ইনজামাম উল হক এই বিতর্কের জন্ম দিয়েছেন। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অনেক দিন আগেই বিদায় নিয়েছে বাবর আজমের পাকিস্তান। ভারত (Team India) বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর এ বার রোহিত ব্রিগেডের উপর আঙুল তুলেছেন ইনজি।
নতুন বলে যে ভাবে রিভার্স সুইং করিয়েছিলেন অর্শদীপ সিং, তা সম্ভব নয়। এই অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজি। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে ইনজামাম উল হক অভিযোগ তুলে বলেছেন,, ‘অর্শদীপ সিং যখন ১৫ ওভারে (আসলে ১৬ ওভারে) বল করছিল, সেই সময় ও রিভার্স সুইং পাচ্ছিল। নতুন বলে এতটা তাড়াতাড়ি রিভার্স সুইং পাওয়া যায়? ১২ বা ১৩তম ওভার থেকেই বল রিভার্স সুইং। আম্পায়ারদের চোখ খুলে রাখা উচিত ছিল।’
সাধারণত পুরনো বলে রিভার্স সুইং ভালো হয়। সেখানে ভারতীয় বোলার অর্শদীপ সিং যে ভাবে নতুন বলে রিভার্স সুইং করিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন ইনজামাম উল হক। অতীতে পাকিস্তানের ক্রিকেটারদের উপর বল বিকৃতির অভিযোগ উঠত বার বার। অস্ট্রেলিয়া টিমের বিরুদ্ধেও ২০১৮ সালে বল বিকৃতির অভিযোগ উঠেছিল। যার জেরে স্টিভ স্মিথের মতো ক্রিকেটার নির্বাসিত হয়েছিলেন। অবশ্য অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে ইনজি সরাসরি বল বিতর্কের অভিযোগ না তুললেও, তাঁর ইঙ্গিত যে সেদিকেই, তা বলার অপেক্ষা রাখে না।