EXPLAINED, Virat Kohli: বিরাটকে কি ভুল আউট দিয়েছিলেন আম্পায়ার? কী বলছে নিয়ম?

IPL 2024: বিরাট কোহলির (Virat Kohli) আউট ঘিরে চরম বিতর্ক চলছে। ৭ বলে ১৮ রানের ইনিংস খেলার পর আউট হয়ে ফিরেছেন বিরাট। আউট হওয়ার পর বিরাট ক্ষোভে ফেটে পড়েছিলেন। আম্পায়ারের সঙ্গে বাক বিতণ্ডাও দেখা গিয়েছে। বিরাট কি আউট ছিলেন না? আম্পায়ার কি তাঁকে ভুল আউট দিয়েছেন? কী বলছে নিয়ম? এই তিনটে প্রশ্নের অনুসন্ধানে নেমে কী দেখা যাচ্ছে?

EXPLAINED, Virat Kohli: বিরাটকে কি ভুল আউট দিয়েছিলেন আম্পায়ার? কী বলছে নিয়ম?
EXPLAINED, Virat Kohli: বিরাটকে কি ভুল আউট দিয়েছিলেন আম্পায়ার? কী বলছে নিয়ম?Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2024 | 1:49 PM

কলকাতা: টানা ছ’ম্যাচ হেরে চরম বিপর্যস্ত আরসিবি। এতটাই যে, এ বারের আইপিএলে (IPL) প্লে-অফের সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। ১৭তম সংস্করণ চলছে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের। কিন্তু আরসিবির (RCB) ট্রফির খরা কাটল না। এ বারও বলতে হবে, আগামী বছর…! এই মুহূর্তে অবশ্য ইডেন কেকেআরের কাছে আরসিবির হারের গতিমুখ বদলে গিয়েছে। বিরাট কোহলির (Virat Kohli) আউট ঘিরে চরম বিতর্ক চলছে। ৭ বলে ১৮ রানের ইনিংস খেলার পর আউট হয়ে ফিরেছেন বিরাট। আউট হওয়ার পর বিরাট ক্ষোভে ফেটে পড়েছিলেন। আম্পায়ারের সঙ্গে বাক বিতণ্ডাও দেখা গিয়েছে। বিরাট কি আউট ছিলেন না? আম্পায়ার কি তাঁকে ভুল আউট দিয়েছেন? কী বলছে নিয়ম? এই তিনটে প্রশ্নের অনুসন্ধানে নেমে কী দেখা যাচ্ছে?

কী ঘটেছে?

১৮ রানে ব্যাট করছিলেন বিরাট। হর্ষিত রানার একটি ফুলটস বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন বিরাট। মাঠের আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েছিলেন বিরাট। ভারতীয় তারকার ধারনা ছিল, হর্ষিতের বল তাঁর কোমরের উপর দিয়ে গিয়েছে।

টিভি আম্পায়ারের সিদ্ধান্ত কী ছিল?

রিভিউতে দেখা যায়, ক্রিজ থেকে সামান্য বাইরে ব্য়াট করছিলেন বিরাট। তাঁর নেওয়া শট কোমরের উপরেই ছিল। কিন্তু বল ট্র্যাকিংয়ে দেখা যায়, যদি বিরাট ক্রিজের ভিতরে থেকে ব্যাট করতেন, তা হলে কোমরের তলা দিয়ে বল যেত। অর্থাৎ, হর্ষিতের বল ডিপ করত।

এমনিতে নো-বল নিয়ম নিয়ে বিক্ষোভের শেষ নেই। সব ক্রিকেটার বা ক্যাপ্টেনই এ নিয়ে নানা সময় নানা মন্তব্য করেছেন। সোজা কথায়, বল ট্র্যাকিং নিয়ম নিয়ে ক্ষোভ বাড়ছে। বিরাটের এই আউট সেই আগুনে ঘি ঢেলেছে। কিন্তু এ নিয়েও কোনও সন্দেহ নেই, নো বা ওয়াইডের ক্ষেত্রে ব্যাটারের স্টান্স পজিশনই ধরা হয়। অর্থাৎ, ওই ব্যাটার যদি লেগ বা মিডল উইকেট গার্ড নিয়ে ক্রিজে দাঁড়ান, বল ট্র্যাকিংয়ের সময় তা-ই ধরা হয়ে থাকে। সেই অনুযায়ী বিরাট বিতর্কিত আউটের শিকার, তা বলা যাচ্ছে না।