Virat-Rohit: বিরাট-রোহিতের অবসরের আগে পাক ক্রিকেটারের ‘শেষ ইচ্ছে’

Aug 31, 2024 | 2:23 PM

বিশ্বের বিভিন্ন প্রান্তে বিরাট-রোহিত খেলেছেন। কিন্তু ভারতের রো-কো জুটি পাকিস্তানের মাটিতে কখনও খেলেননি। আইসিসি ও এশিয়া কাপ ছাড়া দীর্ঘদিন ভারত ও পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ২০০৬ সালে শেষ বার পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট টিম।

Virat-Rohit: বিরাট-রোহিতের অবসরের আগে পাক ক্রিকেটারের শেষ ইচ্ছে
বিরাট-রোহিতের অবসরের আগে পাক ক্রিকেটারের 'শেষ ইচ্ছে'
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma)। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিরাট-রোহিত খেলেছেন। কিন্তু ভারতের রো-কো জুটি পাকিস্তানের মাটিতে কখনও খেলেননি। আইসিসি ও এশিয়া কাপ ছাড়া দীর্ঘদিন ভারত ও পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ২০০৬ সালে শেষ বার পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট টিম। সেই সময় রোহিত ও বিরাটের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আগামী বছর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আয়োজক পাকিস্তান। পিসিবি প্রবলভাবে চাইছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সে দেশে যাক। আর ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না, তা বারে বারে শোনা যায়। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক ক্রিকেটার জানিয়েছেন, বিরাট ও রোহিত অবসরের আগে যেন তাঁর এক ইচ্ছে পূরণ করেন। কী সেই ইচ্ছে?

টিম ইন্ডিয়া এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার কামরান আকমল চান, রোহিত ও বিরাট অবসর নেওয়ার আগে এক বার যেন পাকিস্তানে যান। টাইমস অব ইন্ডিয়াকে পাক প্রাক্তনী বলেন, ‘অবসর নেওয়ার আগে বিরাট ও রোহিতের পাকিস্তান সফরে যাওয়া উচিত। বিশ্ব ক্রিকেটের তারকা ওরা দুজন। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলার জন্য যায় ওরা। প্রত্যেকে ওদের ভালোবাসে। অসাধারণ ব্যাটিং এবং ম্যাচ উইনিং পারফরম্যান্সের জন্য তাঁদের প্রচুর ভক্ত রয়েছে। তবে পাকিস্তানে ওদের যে ভক্ত রয়েছে, তা যে কোনও জায়গাকে ছাপিয়ে যাওয়ার মতো।’

এই খবরটিও পড়ুন

অনূর্ধ্ব-১৯ স্তরে খেলার সময় পাক সফরে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু তখন তিনি কিং হয়ে ওঠেননি। আকমল সেই প্রসঙ্গে বলেন, ‘বিরাট যদি এখন পাকিস্তানে আসে, তা হলে বুঝতে পারবে ওর জনপ্রিয়তা কতটা। পাকিস্তানে একটা আলাদাই সমর্থন পাবে ও। বিরাটের থেকে পাকিস্তানে কোনও ক্রিকেটার বেশি জনপ্রিয় নয়। পাকিস্তানি ফ্যানরা বিরাটকে ভীষণ ভালোবাসে। ওরা তো নিজের দেশের ক্রিকেটারদের থেকে বিরাট, রোহিত, বুমরাদের বেশি ভালোবাসে।’

Next Article