Gautam Gambhir Press Conference: ওয়েটিং লিস্টে সরফরাজ-ধ্রুব, কনফার্ম টিকিট পন্থ-রাহুলের? গুরু গম্ভীর বললেন…

Sep 18, 2024 | 1:47 PM

India vs Bangladesh: শান্তর বাংলাদেশের বিরুদ্ধে ২টো টেস্ট খেলবে রোহিতের টিম ইন্ডিয়া (Team India)। সিরিজের প্রথম টেস্টে কেমন হবে ভারতের একাদশ? কে পাবেন সুযোগ? কে পড়বেন বাদ? এ নিয়ে আলোচনা তুঙ্গে। এ বার ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রেস কনফারেন্স করে যেন অনেক প্রশ্নের উত্তর দিলেন।

Gautam Gambhir Press Conference: ওয়েটিং লিস্টে সরফরাজ-ধ্রুব, কনফার্ম টিকিট পন্থ-রাহুলের? গুরু গম্ভীর বললেন...
Gautam Gambhir Press Conference: ওয়েটিং লিস্টে সরফরাজ-ধ্রুব, কনফার্ম টিকিট পন্থ-রাহুলের? গুরু গম্ভীর বললেন...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: চেন্নাই টেস্ট শুরু হবে আগামিকাল। শান্তর বাংলাদেশের বিরুদ্ধে ২টো টেস্ট খেলবে রোহিতের টিম ইন্ডিয়া (Team India)। সিরিজের প্রথম টেস্টে কেমন হবে ভারতের একাদশ? কে পাবেন সুযোগ? কে পড়বেন বাদ? এ নিয়ে আলোচনা তুঙ্গে। এ বার ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রেস কনফারেন্স করে যেন অনেক প্রশ্নের উত্তর দিলেন। দলে জায়গা তো ১১ জনই পাবে। যে কারণে, কাউকে না কাউকে তো বাদ পড়তেই হবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে গৌতি জানিয়েছেন, সরফরাজ খান ও ধ্রুব জুরেলকে এখন অপেক্ষা করতে হবে। এরপর স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসে, তা হলে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে একাদশে কি ঋষভ পন্থ ও লোকেশ রাহুলের জায়গা কনফার্ম? উত্তরে কী বললেন গম্ভীর?

সরফরাজ খান ও ধ্রুব জুরেল এই দুই তরুণ ক্রিকেটার যে প্রতিভাবান তা উঠে এসেছে গম্ভীরের কথায়। কিন্তু একাদশে যে প্লেয়াররা ফিট করবেন, তাঁদেরই নেবে দল। এই তত্ত্বেই হাঁটছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গৌতম বলেন, ‘আমরা কাউকে বাদ দিচ্ছি না। আমরা তাঁদেরই নিচ্ছি, যাঁরা একাদশে ফিট করছে। জুরেল একজন অসাধারণ প্লেয়ার। কিন্তু পন্থ ফিরে এসেছে। ফলে মাঝে মাঝে কাউকে তো অপেক্ষা করতেই হবে। সরফরাজের ক্ষেত্রেও বিষয়টা একই। আরও সুযোগ আসবে। ততক্ষণ তো অপেক্ষা করতেই হবে।’

ঋষভ পন্থ যে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দের উইকেটকিপার ব্যাটার, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ টেস্টে তিনি যে একাদশে জায়গা পাকা করে নিয়েছেন, তা বলাই যায়। একইসঙ্গে সরফরাজ ওয়েটিং লিস্টে মানে লোকেশ রাহুলের টিকিটও কনফার্ম বলা যায়। পন্থের মতো তারকাকে বাদ দিয়ে একাদশ, এ কথা ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভাবে না। ঋষভের ব্যাটিং, উইকেটকিপিং নিয়ে গম্ভীর বলেন, ‘আমরা সবাই জানি ও কতটা বিধ্বংসী হতে পারে এবং ও অতীতে কেমন পারফর্ম করেছে। ওর বয়সী অন্যরা এই পারফরম্যান্স দেখাতে পারেনি। ব্যাটিং এবং স্টাম্পের পিছনে ও অসাধারণ।’

এ বার দেখার টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থের প্রত্যাবর্তন কেমন হয়। বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর তার পর চলতি বছরের শেষের দিকে রয়েছে বর্ডার গাভাসকর ট্রফি। সেখানেও পন্থ বিশেষ ভূমিকা পালন করতে পারেন।

Next Article