Gautam Gambhir: ঘুরছে খেলা! গম্ভীরের জায়গায় বিশ্বকাপের পর ভারতের কোচ অন্য এক প্রাক্তন ক্রিকেটার

Jun 24, 2024 | 3:48 PM

Team India Head Coach: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতের হেড কোচ হচ্ছেন, তা এক প্রকার নিশ্চিত। কিন্তু তিনি নন, জিম্বাবোয়ে সফরে ভারতের অন্য এক প্রাক্তন ক্রিকেটারকে দেখা যাবে টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায়। কে তিনি?

Gautam Gambhir: ঘুরছে খেলা! গম্ভীরের জায়গায় বিশ্বকাপের পর ভারতের কোচ অন্য এক প্রাক্তন ক্রিকেটার
Gautam Gambhir: ঘুরছে খেলা! গম্ভীরের জায়গায় বিশ্বকাপের পর ভারতের কোচ অন্য এক প্রাক্তন ক্রিকেটার
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: টি-২০ বিশ্বকাপের যেন লাস্ট ল্যাপ চলছে। টুর্নামেন্টের আর ২টো সেমিফাইনালিস্ট পাওয়া বাকি। ভারত কি সেমিফাইনালে যাবে? উত্তর মিলবে আজ। এরই মাঝে ক্রিকেট মহলে ভারতীয় টিমের বিশ্বকাপ পরবর্তী জিম্বাবোয়ে সফর নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শুভমন গিল জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন। আর এই সিরিজে ভারতের কোচ হিসেবে যাবেন কে? বিশ্বকাপের পর যে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতের হেড কোচ হচ্ছেন, তা এক প্রকার নিশ্চিত। কিন্তু তিনি নন, জিম্বাবোয়ে সফরে ভারতের অন্য এক প্রাক্তন ক্রিকেটারকে দেখা যাবে টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায়। কে তিনি?

তা হলে খেলা কি ঘুরছে বলতে হয়? বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গৌতম গম্ভীরের কোচের ভূমিকায় আসতে দেরি রয়েছে। যে কারণে টি-২০ বিশ্বকাপের পর পরই ভারতের যে জিম্বাবোয়ে সফর রয়েছে, সেখানে ভিভিএস লক্ষ্মণকে কোচের দায়িত্ব দিয়ে পাঠাতে চলেছে বোর্ড। এর আগেও একাধিক বার রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভিভিএস লক্ষ্মণ ভারতীয় টিমের কোচ হিসেবে দলের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছেন। সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছেন, ‘জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের নতুন টিম দেখা যাবে। সেখানে ভিভিএস লক্ষ্মণের কোচ হিসেবে যাওয়ার কথা। তিনি এর আগেও রাহুল দ্রাবিড় যখনই অনুপস্থিত থেকেছেন, ভারতের কোচের দায়িত্ব সামলেছেন।

গৌতম গম্ভীর কবে ভারতের কোচ হিসেবে নিযুক্ত হবেন? জুলাইয়ের মাঝামাঝি সময়ে ভারতের শ্রীলঙ্কা সফর রয়েছে। শোনা যাচ্ছে, ওই শ্রীলঙ্কা সফরের আগে টিম ইন্ডিয়ার নতুন কোচ হবেন গৌতম গম্ভীর। এবং তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। তার আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের অপেক্ষা যে, কখন গৌতম গম্ভীরের কোচ হওয়ার খবরের হবে আনুষ্ঠানিক ঘোষণা। এখন থেকেই ক্রিকেট মহল বলছে কেকেআরের মেন্টর ভারতের কোচ হলে, সাফল্য আসবেই।

Next Article