কলকাতা: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কেন হলেন ভারতের নতুন টি-টোয়েন্টি ক্যাপ্টেন? এ প্রশ্ন যে ভারতের নতুন হেড কোচের কাছে আসবে তা জানাই ছিল। হলও তাই। সোমবার সকাল ১০টায় কোচ হিসেবে প্রথম বার নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে প্রেস কনফারেন্স করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, শ্রীলঙ্কা সফরে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) জায়গায় কেন সূর্যকে টি-২০ অধিনায়ক করা হল। হার্দিককে কি জানিয়ে নেতৃত্বের ব্যাটন স্কাইকে দেওয়া হয়েছে? এই প্রশ্নে গম্ভীর-আগরকররা কী বলেছেন, রইল বিস্তারিত।
যোগ্য সদস্য হিসেবে স্কাইকে ভারতের নতুন টি-২০ নেতা বানানো হয়েছে বলেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। তাঁর কথায়, ‘সূর্যকুমার যাদব এই দায়িত্বের জন্য যোগ্য। ও একজন সেরা প্লেয়ার। হার্দিক পান্ডিয়া এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার। ওকে আমরা দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দেখি। তবে ফিটনেসও ওর জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর ফিটনেস নিয়ে ওর একটু সমস্যা রয়েছে।’
হার্দিককে কি জানিয়ে স্কাইকে ক্যাপ্টেন করা হয়েছে? এই প্রসঙ্গে অজিত বলেন, ‘হাতে আমাদের ২ বছর রয়েছে। আর দু’বছর অনেকটা সময়। আমরা একটু আলাদা ভাবে দেখতে চাইছি। তাই আমরা এমন কাউকে চাইছিলাম যাকে আমরা সব সময় পাব। আর সূর্যর মধ্যে একজন সফল ক্যাপ্টেন হওয়ার সব কোয়ালিটি রয়েছে। বিশ্বকাপে আমরা হার্দিককে দেখেছি। ব্যাট-বলে ও ভালো পারফর্ম করেছিল। সেটাই টিমের জন্য গুরুত্বপূর্ণ। আমরা টিমের সকল প্লেয়ারের সঙ্গে কথা বলেছি। কারও দায়িত্ব বদলে গেলে, তাঁকে সেটা জানানো হয়। আর হার্দিক তো দল থেকে বাদ পড়েনি। এখনও এই টিমেরই সদস্য।’
ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীর বলেন, ‘আমার দৃষ্টিভঙ্গি ভীষণ সহজ। প্লেয়ারদের স্বাধীনতা দিতে হবে। আমি তাতে বিশ্বাসী। সেরা সম্পর্ক বিশ্বাস থেকে গড়ে ওঠে। আমি সব সময় প্লেয়ারদের পাশে থাকব। একটা ড্রেসিংরুমে খুশি থাকলে, জয়ও আসবে। ড্রেসিংরুমকে নিরাপত্তা দেওয়ার চেষ্টাও করব। আমি একটা অনেক সফল দলের দায়িত্ব নিতে চলেছি।’