Gautam Gambhir: রোহিত শর্মা না থাকলে পারথ টেস্টে ক্যাপ্টেন কে? বড় ইঙ্গিত গৌতম গম্ভীরের

Nov 11, 2024 | 12:48 PM

India Tour of Australia: ভারতীয় টিম অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে হেড কোচ গৌতম গম্ভীরের কাছে জানতে চাওয়া হয়, যদি প্রথম টেস্ট মিস করেন রোহিত, তা হলে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কাকে দেখা যাবে?

Gautam Gambhir: রোহিত শর্মা না থাকলে পারথ টেস্টে ক্যাপ্টেন কে? বড় ইঙ্গিত গৌতম গম্ভীরের
রোহিত শর্মা না থাকলে পারথ টেস্টে ক্যাপ্টেন কে? বড় ইঙ্গিত গৌতম গম্ভীরের
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: এ মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। অস্ট্রেলিয়া যাওয়ার বিমান ধরার আগে মুম্বইয়ে প্রেস কনফারেন্স করেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেখানে স্বাভাবিকভাবেই তাঁর সামনে প্রশ্ন রাখা হয়, রোহিত শর্মাকে (Rohit Sharma) কি পারথ টেস্টে পাওয়া যাবে? তিনি সত্যিই ৫ টেস্টের সিরিজের প্রথম টেস্টে না খেললে ভারতীয় টিমকে নেতৃত্ব দেবেন কে? রোহিতের অনুপস্থিতিতে অজিদের বিরুদ্ধে সেই ম্যাচে ওপেনিংয়েই বা দেখা যাবে কাকে? সেই ইঙ্গিতও দিয়েছেন গম্ভীর।

রোহিত শর্মা এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষে জানিয়েছিলেন, তিনি পারথ টেস্টে খেলবেন কিনা নিশ্চিত নন। এ বার অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে এই প্রসঙ্গে গৌতম বলেন, ‘রোহিতকে নিয়ে এখনও অবধি নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। আশা করছি ও খেলবে। সিরিজ শুরুর আগে আমরা তা জানিয়ে দেব।’ হিটম্যান যদি অনুপস্থিত থাকেন পারথ টেস্টে, তা হলে কে নেতৃত্ব দেবেন? গৌতম জানিয়েছেন, এই টেস্ট সিরিজে জসপ্রীত বুমরা সহ-অধিনায়ক। তাই রোহিতের অনুপস্থিতিতে পারথে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।

গম্ভীরের কাছে জানতে চাওয়া হয়, যদি প্রথম টেস্ট মিস করেন রোহিত, তা হলে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কাকে দেখা যাবে? উত্তরে গৌতম বলেন, ‘আমাদের স্কোয়াডে অভিমন্যু ঈশ্বরণ ও লোকেশ রাহুল রয়েছে। ফলে প্রথম টেস্টের আগে আমরা সেরা একাদশ বেছে নেব।’

এই খবরটিও পড়ুন

অতীতে রোহিতের সঙ্গে শুভমন গিলকে ওপেনিংয়ে দেখা গিয়েছে। অজি সফরে প্রথম টেস্টে কি গিলকে ওপেন করতে দেখা যেতে পারে? এই প্রশ্নের উত্তরে ভারতের হেড কোচ বলেন, ‘আমি এখনই একাদশ বলতে পারব না। সেরা কম্বিনেশনটা বেছে নেওয়ার চেষ্টাটাই আমরা করব। পারথে আমাদের জন্য সেরা যেটা হবে, সেই দিকেই হাঁটব। তাতে শুভমন, অভিমন্যু বা কেএল যে-ই ওপেন করুক না কেন। সঠিক জুটি বাছার চেষ্টাটা করব।’

Next Article