কলকাতা: অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার সম্মান বাঁচানোর লড়াই শুরু হল বলে। ২২ নভেম্বর বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম ম্যাচ। গত ২টো অজি সফরে ভারতীয় টিম রাজ করেছিল। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ হেরে ডনের দেশে যাচ্ছেন রোহিতরা। ঘুরছে অনেক অঙ্ক। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠাকে নিয়ে। আসলে এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে হলে আসন্ন বর্ডার গাভাসকর ট্রফিতে ৪-১ ফলাফলে ভারতকে জিততে হবে। এরপর অন্যান্য টিমগুলোর পজিশন, পয়েন্টে নজর রাখতে হবে। এই পরিস্থিতিতে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মাথাতেও কি ঘুরছে WTC ফাইনাল? কী বললেন তিনি?
প্যাট কামিন্সদের বিরুদ্ধে ভারতের ৫ টেস্টের সিরিজ খেলতে যাওয়ার আগে ভারতের কোচ গৌতম বলেন, ‘সত্যি বলতে গেলে, আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপে কী হতে চলেছে সেটা নিয়ে ভাবছি না। আমরা যোগ্যতা অর্জন করব কিনা তা জানি না। প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
অতীতে একাধিকবার গৌতম গম্ভীর জানিয়েছেন, তাঁর মনে হয় ভারতের জার্সিতে খেলার সুযোগ যে ক্রিকেটাররা পান, তাঁদের সেরাটা উজাড় করে দেওয়া দরকার। এ বার বর্ডার-গাভাসকর ট্রফির জন্য টিম ইন্ডিয়া ডনের দেশে যাওয়ার আগে গম্ভীর বলেছেন, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সময় প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। এটা সহজ তত্ত্ব। আমাদের সঙ্গে এর আগে যা ঘটেছে, তা অতীত। এ বার আমরা অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি। দুটো ভালো দল একে অপরের বিরুদ্ধে খেলবে, আমরা সেখানে গিয়ে ভালো পারফর্ম করতে চাই। সিরিজটা জিততে চাই।’
🗣️ We are absolutely keen to go out there, perform, and try and win the series
Head Coach Gautam Gambhir ahead of #TeamIndia‘s departure to Australia for the Border-Gavaskar Trophy.#AUSvIND | @GautamGambhir pic.twitter.com/MabCwkSPGL
— BCCI (@BCCI) November 11, 2024
অজি-ভূমে ৪-১ স্কোরলাইন কি করতে পারবে গম্ভীরের শিষ্যরা? যার জন্য় ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর থাকবে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে।