কলকাতা: গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও বিরাট কোহলি (Virat Kohli), দুটো নাম শুনলে একাধিক ক্রিকেট প্রেমীর মনে প্রথমেই আসে যে শব্দটা, তা হল ঝামেলা। গম্ভীর ভারতের নতুন কোচ হওয়ার পর সকলের মনে প্রশ্ন ছিল, তাঁর সঙ্গে বিরাটের আবার ঝামেলা হবে না তো? এর আগে বোর্ডকে বিরাট জানিয়ে দিয়েছিলেন, তাঁর সঙ্গে গম্ভীরের পুরনো ঝামেলা অতীতে ফেলে এসেছেন তিনি। এ বার ভারতের কোচ হিসেবে প্রথম প্রেস কনফারেন্সে গৌতমের কাছে আসে বিরাটকে নিয়ে প্রশ্ন। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে তাঁরা একসঙ্গে থাকলে কোনও সমস্যা কি হতে পারে? উত্তরে যা বললেন গৌতি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে আজ রওনা দিচ্ছে ভারতীয় টিম। তার আগে মুম্বইয়ে প্রেস কনফারেন্স করেছেন গম্ভীর। সেখানে গৌতম বলেন, ‘এই বিষয় নিয়ে আলোচনা টিআরপির জন্য ভালো। কিন্তু আমাদের সম্পর্ক কেমন, সেটা আমরা ভালো জানি। বিরাট কোহলি ও আমার সমীকরণ কেমন, সেটাও আমাদের ব্যক্তিগত ব্যাপার।’
অতীতে বহুবার আইপিএলের সময় বিরাট ও গৌতমের ঝগড়া দেখা গিয়েছে। গত বছরের আইপিএলেও গম্ভীর যখন লখনউয়ের মেন্টর ছিলেন, সেই সময় তাঁর বিরাটের সঙ্গে ঝামেলা হয়েছিল। কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। এ বারের আইপিএলে অবশ্য ছবিটা বদলে যায়। কেকেআরের মেন্টর গৌতম হাসিমুখে কোহলির সঙ্গে কথা বলেন, আলিঙ্গন করেন। যা দেখে চমকে গিয়েছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। গম্ভীর-বিরাট সেই সময় জানিয়েছিলেন, অনেকের এটা পছন্দ হয়নি। কারণ, তাঁরা মশলা পেলেন না।
গম্ভীর জানিয়েছেন, কোহলির সঙ্গে তাঁর কোনও ঝামেলা নেই। এখন তাঁদের উদ্দেশ্য একটাই। দলকে সাফল্য দেওয়া। গম্ভীর এই প্রসঙ্গে বলেন, ‘মাঠের মধ্যে যে কোনও টিমের যে কেউ নিজের সেরাটা দিয়ে লড়তে পারে। তবে জিতে ড্রেসিংরুমে ফেরাই আসল। আমরা এখন ভারতীয় টিমের হয়ে একসঙ্গে প্রতিনিধিত্ব করব। ১৪০ কোটি ভারতীয়র হয়ে আমরা প্রতিনিধিত্ব করব। ভারতকে গর্বিত করাই আমাদের লক্ষ্য। মাঠের বাইরে আমাদের সম্পর্ক বেশ ভালো। আর সেটাই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ওর সঙ্গে আমার চ্যাট হয়। আমরা একে অপরকে মেসেজও করি। অনেক সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, শিরোনাম পাওয়ার জন্য। আমার মনে হয়, সেটা গুরুত্বপূর্ণ নয়।’
গৌতির কথায়, ‘এখন আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, তা হলে কঠোর পরিশ্রম করা এবং ভারতকে গর্বিত করা। ও বিশ্বমানের প্লেয়ার। আমি বরাবর সেটা বলেছি। প্লেয়ার হিসেবে ওর প্রতি আমার শ্রদ্ধাও রয়েছে। আর আমি আশা করছি, একসঙ্গে আমরা ভালো কাজ করব।’