কলকাতা: পরিশ্রম যাঁরা করেন, তাঁর ফল একদিন না একদিন পায়। ঠিক এমনই মনে করছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অত্যন্ত খারাপ আইপিএল মরসুম কাটানোর পর ভারতীয় টিমে (Team India) পা রেখে আবার সফল হয়েছেন হার্দিক। দেশের তারকা অলরাউন্ডারকে মার্কিন মুলুকে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ব্যাটে-বলে চেনা ছন্দে দেখা যাচ্ছে। যা ভারতীয় টিমকেও বেশ স্বস্তি দিচ্ছে। আর ফর্মে ফিরে ঠিক কী বলছেন হার্দিক?
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচের ইনিংস ব্রেকে এর আগে হার্দিক বলেছিলেন, ‘দেশের হয়ে খেলা সব সময় বিশেষ। বিশ্বকাপে নিজের অবদান পেরেছি। আমরাই বিশ্বকে শাসন করি। ভারতীয়রা সব জায়গাতেই রয়েছে। এখানেও আমাদের প্রচুর সাপোর্টাররা রয়েছেন। আমাদের পাশে থাকার জন্য তাঁদের অনেক অনেক ধন্যবাদ।’
এ বার বিসিসিআই টিভিতে হার্দিক পান্ডিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজের সঙ্গে সময় কাটানো এবং নিজেকে নতুন করে আবিষ্কার করাই তাঁকে ফিরিয়ে দিয়েছে মাঠে। হার্দিক বলেন, ‘কঠোর পরিশ্রম করে সাফল্য পেয়ে খুব ভালো লাগছে। নিজের সঙ্গে সময় কাটালে নিজেকে ফিরে পাওয়া যায়। আমি মনে করি ৩০ এর হার্দিকের কাজ ৬০ এর হার্দিকের থেকে অনেক সহজ।’ অনেক লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন হার্দিক। তাঁর কথায় সেটাই ঝরে পড়েছে।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা প্রসঙ্গে হার্দিক বলেন, ‘এ ভাবে টুর্নামেন্ট শুরু করতে পারায় আমরা সকলে ভীষণ খুশি। এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল, কারণ একবার টুর্নামেন্ট শুরু হলে ছন্দে এগিয়ে যায়।’ হার্দিকের মুখে ভারত-পাক ম্যাচের কথাও শোনা গিয়েছে। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই আকর্ষণীয় হয়। এই ম্যাচ ঘিরে প্রচুর উত্তেজনা দেখা যায়। অনেক অনুভূতি ফুটে ওঠে।’
The feeling of starting on a winning note 😃
Backing his skill-sets and potential 👌
Being part of an experienced bowling lineup 👏
Post-win chat with #TeamIndia vice-captain Hardik Pandya 👌👌 – By @RajalArora
WATCH 🎥🔽 #T20WorldCup | #INDvIRE | @hardikpandya7
— BCCI (@BCCI) June 6, 2024