Hardik Pandya: ‘ঘরে ফিরলাম’, মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিকের মন্তব্যে ক্ষোভ!
IPL 2024, Hardik Pandya: রিটেনশন তালিকায় গুজরাট টাইটান্সেই নাম ছিল হার্দিকের। কিছুক্ষণের মধ্যেই অবশ্য চিত্রটা বদলে যায়। ট্রেডিংয়ে গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পান্ডিয়া। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা। তার কারণ, রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতা করা হয়। তেমনই গুজরাট টাইটান্স সমর্থকরাও ক্ষুব্ধ, শেষ মুহূর্তে হার্দিক দল বদল করায়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেরিয়ার শুরু হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সে। ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যুক্ত হয় আরও দুটো দল। গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস। মুম্বই থেকে গুজরাট টাইটান্সে যোগ দেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নেতৃত্বও দেওয়া হয় তাঁকে। অভিষেক মরসুমেই টিমকে চ্যাম্পিয়ন করেন হার্দিক। গত মরসুমেও ফাইনালে উঠেছিল টাইটান্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভারে হার। রানার্স হয় টাইটান্স। হার্দিক এ বার অন্য দলে। তা নিয়েও জোর আলোচনা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রিটেনশন তালিকায় গুজরাট টাইটান্সেই নাম ছিল হার্দিকের। কিছুক্ষণের মধ্যেই অবশ্য চিত্রটা বদলে যায়। ট্রেডিংয়ে গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পান্ডিয়া। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা। তার কারণ, রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতা করা হয়। তেমনই গুজরাট টাইটান্স সমর্থকরাও ক্ষুব্ধ, শেষ মুহূর্তে হার্দিক দল বদল করায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমে গুজরাট টাইটান্সের বিরুদ্ধেই অভিযান শুরু করবে হার্দিকের মুম্বই। আরও একটা মন্তব্য সমর্থকদের যেন অস্বস্তিতে ফেলেছে।
মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পরই হার্দিক বলেছিলেন, ‘ঘরে ফিরলাম’। স্টার স্পোর্টসে একটি অনুষ্ঠানে হার্দিক বলেন, ‘সমর্থকরা যে ভাবে আমাকে আপন করে নিয়েছে, আমি কৃতজ্ঞ। এই আশীর্বাদ ভাষায় প্রকাশ করা যাবে না।’ হার্দিক আরও বলেন, ‘মুম্বইতে ফিরে মনে হচ্ছে ঘরে ফিরলাম, যেখানে সব শুরু হয়েছিল, সেখানেই ফেরার সুযোগ পেলাম।’ সমর্থকরা অবশ্য বিষয়টিকে এখনও হজম করতে পারছেন না। রোহিতের নেতৃত্ব কাড়া না হলে হয়তো এতটাও অসন্তুষ্ট হতেন না মুম্বই সমর্থকরা। প্রথম ম্যাচেই না সমর্থকদের বিদ্রুপের সামনে পড়তে হয় হার্দিককে!