IPL 2024: আমাকে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে… হঠাৎ ধোনির মুখে এমন কথা কেন?

Mahendra Singh Dhoni: এমএসডি বলেছেন, '২০০৮ সালে চেন্নাই টিমে দারুণ ভারসাম্য ছিল। একঝাঁক অলরাউন্ডার ছিল টিমে। অভিজ্ঞ ক্রিকেটারে ছড়াছড়ি ছিল। ম্যাথেউ হেডেন, মুথাইয়া মুরলিথরন, মাখায়া এনটিনি, জ্যাকব ওরামদের নেওয়া হয়েছিল। তাদের সবাইকে একসঙ্গে ড্রেসিংরুমে সামলানো একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি বিশ্বাস করি, যখন কোনও দলের নেতৃত্ব দিচ্ছি, তখন টিমের সবাইকে যেন আলাদা আলাদা করে বুঝতে পারি।’

IPL 2024: আমাকে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে... হঠাৎ ধোনির মুখে এমন কথা কেন?
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2024 | 4:10 PM

কলকাতা: ২২ মার্চ আইপিএলে যাত্রা শুরু করতে চলেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামবেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে নামার আগেই ধোনি ‘নতুন ভূমিকা’র কথা বলে চমকে দিয়েছেন তাঁর ভক্তদের। কোন ভূমিকায় দেখা যাবে ধোনিকে, তা নিয়ে এখন তুমুল আগ্রহ। তবে মাহি এটাও মেনে নিচ্ছেন, আইপিএলই তাঁকে পরিণত করেছে। ২০০৮ সালে শুরু হয়েছিল বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। সে বছর সিএসকের টিমও ছিল দুরন্ত। ক্যাপ্টেন হওয়ার পর ধোনি কী ভেবেছিলেন? স্টার স্পোর্টসকে দেওয়া এক ইন্টারভিউতে ধোনি তুলে ধরেছেন তাঁর দীর্ঘ আইপিএল যাত্রা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এমএসডি বলেছেন, ‘২০০৮ সালে চেন্নাই টিমে দারুণ ভারসাম্য ছিল। একঝাঁক অলরাউন্ডার ছিল টিমে। অভিজ্ঞ ক্রিকেটারে ছড়াছড়ি ছিল। ম্যাথেউ হেডেন, মুথাইয়া মুরলিথরন, মাখায়া এনটিনি, জ্যাকব ওরামদের নেওয়া হয়েছিল। তাদের সবাইকে একসঙ্গে ড্রেসিংরুমে সামলানো একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি বিশ্বাস করি, যখন কোনও দলের নেতৃত্ব দিচ্ছি, তখন টিমের সবাইকে যেন আলাদা আলাদা করে বুঝতে পারি। প্লেয়ারদের শক্তি, দুর্বলতা জানতে পারলে সঠিক দিশায় টিমকে নিয়ে যাওয়া সহজ হয়।’

২০১০ সালে প্রথমবার আইপিএল জেতেন ধোনি। তার পর চেন্নাইকে ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে আইপিএল জিতিয়েছেন। শুধু তাই নয়, ২০১০ ও ২০১৪ সালে চেন্নাই তাঁরই নেতৃত্বে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছিল। ধোনি বলেছেন, ‘আইপিএল আমাকে অনেক বিদেশি প্লেয়ারদের বোঝার সুযোগ দিয়েছিল। আমি কখনওই প্রতিপক্ষ টিমের প্লেয়ারদের নিয়ে কথা বলা পছন্দ করি না। কিন্তু আইপিএলের জন্য অনেক প্লেয়ারকে আলাদা করে বুঝতে পেরেছিলাম। ওরা কী ভাবে ক্রিকেট নিয়ে ভাবে, কেমন সংস্কৃতি, তাও জানতে পারি। এই কারণেই আইপিএল এতটা আকর্ষণীয়।’