IND W vs AUS W: ভারতের পাখির চোখ বিশ্বকাপ, অজিব্রিগেডকে হারিয়ে প্রস্তুতি সারতে চাইছেন হ্যারিরা
Harmanpreet Kaur: অজিদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন হরমনপ্রীত কৌররা। এই সিরিজ শুরুর আগে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন,'অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অনুভূতি বরাবরই ভীষণ ভালো। আমাদের এখানে ক্রিকেট খেলতে বরাবরই ভালো লাগে।'
কলকাতা: একদিকে অস্ট্রেলিয়ায় চলছে বর্ডার-গাভাসকর ট্রফি। আর অজি-ভূমে এ বার হরমনপ্রীত কৌররা খেলতে চলেছেন ওডিআই সিরিজ। ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট টিমের অতীতের ওডিআই সাক্ষাৎ দেখলে নজরে পড়বে পিছিয়ে ভারত। মোট ৫৩ বার দুটো দল একদিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছে। তাতে ৪৩ বার জিতেছে অস্ট্রেলিয়া আর ১০ বার জিতেছে ভারত। ২০২৫ সালে ভারতের মাটিতে হবে মেয়েদের ওডিআই বিশ্বকাপ (CC Women’s World Cup)। তাতেই পাখির চোখ উইমেন্স ইন ব্লুর। ডনের দেশে এ বার তাহিলা ম্যাকগ্রার অজি টিমের বিরুদ্ধে খেলতে চলেছেন হরমনপ্রীত কৌররা। তার আগে কী বললেন ভারত অধিনায়ক?
অজিদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন হরমনপ্রীত কৌররা। এই সিরিজ শুরুর আগে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন,’অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অনুভূতি বরাবরই ভীষণ ভালো। আমাদের এখানে ক্রিকেট খেলতে বরাবরই ভালো লাগে। আমরা অনুশীলনের জন্য দু’দিন সময় পেয়েছি। তাতে পরিবেশের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সকলেই ভালো ছন্দে রয়েছে। ভালো লাগছে।’
ওডিআই সিরিজে অজিদের হারাতে মরিয়া ভারত। আর তা থেকেই আগামী বছরের ওডিআই বিশ্বকাপ নিয়ে ‘অন্য ফর্ম্যাটের থেকে ওডিআই আমরা বেশি উপভোগ করি। এটা নিয়ে সব সময় এগিয়ে যেতে চাই। ভারতের মাটিতে সামনেই বিশ্বকাপ। আর অস্ট্রেলিয়া এমন একটা প্রতিপক্ষ, যারা যেখানেই যায় ভালো খেলে। ফলে ওদের দেশে গিয়ে ওদের বিরুদ্ধে ভালো খেলতে চাই আমরা।’
এই খবরটিও পড়ুন
অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় ভারতীয় টিম। ক্যাপ্টেন হ্যারির কথায়, ‘এই সিরিজটা আমাদের জন্য় গুরুত্বপূর্ণ। জিততে চাই আমরা। যখনই খেলি, আমরা জেতার চেষ্টা করি। ওখানে গিয়ে ভালো খেলতে চাই আর ক্রিকেটটা উপভোগ করতে চাই।’
আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫-এ ভারত তৃতীয় পজিশনে রয়েছে। পরের বছর ভারতের মাটিতে হবে ওডিআই বিশ্বকাপ। তার জন্য় এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাইছে হরমনপ্রীত কৌরের ভারত। তিনি বলেন, ‘যে ক্রিকেটাররা ভারতের মাটিতে ভালো পারফর্ম করে, আমরা তাঁদের বিশ্বকাপের জন্য টিমে নেব।’