Glenn Maxwell: বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করে ম্যাক্সওয়েলের মুখে ভারতে খেলার স্তুতি
ICC ODI World Cup 2023: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ৪০ বলে সেঞ্চুরি করেছেন ম্যাক্সি। যা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান। ৯টি চার ও ৮টি ছক্কার মাধ্যমে ৪৪ বলে বিধ্বংসী ১০৬ রানের ইনিংস উপহার দেন ম্যাক্সওয়েল। এই রেকর্ড ইনিংসের পর ম্যাক্সওয়েলের মুখে শোনা গেল ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতার কথা।
নয়াদিল্লি: সমালোচনার জবাব অনেক ক্রিকেটার মুখে নয়, ব্যাটে দেওয়া পছন্দ করেন। এই তালিকায় রয়েছেন অজি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ৪০ বলে সেঞ্চুরি করেছেন ম্যাক্সি। যা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান। ৯টি চার ও ৮টি ছক্কার মাধ্যমে ৪৪ বলে বিধ্বংসী ১০৬ রানের ইনিংস উপহার দেন ম্যাক্সওয়েল। এই রেকর্ড ইনিংসের পর ম্যাক্সওয়েলের মুখে শোনা গেল ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতার কথা। আইপিএলে খেলার সুবাদে ভারতের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখেছেন ম্যাক্সওয়েল। যে কারণে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে নজরকাড়া শতরানের পর ম্যাক্সওয়েলের মুখে আইপিএলে খেলার কথাও উঠে এল। ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে আর কী কী বললেন ম্যাক্সি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওডিআই বিশ্বকাপে এর আগে বাকি ৪ ম্যাচে সেই অর্থে ম্যাক্সির ব্যাটই চলেনি। গত ৪ ইনিংসে একটিও হাফসেঞ্চুরি পাননি তিনি। আজ ডাচদের বিরুদ্ধে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করার পর ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন ম্যাক্সওয়েল। ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে আইপিএল চলাকালীন ভারতে নিয়মিত রান করেছি। তাই আমি ওডিআইতে রান করতে পারিনি বলে অনেকে অনেক কিছু বলছিল। আমি অবশ্য অন্যের বলা কথা নিয়ে ভেবে খুব বেশি চিন্তিত নই।’
টি-টোয়েন্টি ক্রিকেটের অভিজ্ঞতা ওডিআইতেও কাজে লাগিয়েছেন ম্যাক্সি। তাঁর কথায়, ‘টি-২০ র মতোই আমি খেলেছি। ওই অভিজ্ঞতাই আমি কাজে লাগিয়েছি। আমি জানি যদি ঠিক মতো পারফর্ম করতে পারি, তা হলে আমার দল জিততেও পারে। এ বছর আইপিএল চলাকালীন ভারতে আমি কিছুটা সাফল্য পেয়েছি। তাই আমি আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছি। এবং এমনকি পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ৭০ রান (পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে তিনি ৭৭ রান করেছিলেন) শুরু করেছিলাম।’ আইপিএলে ম্যাক্সওয়েল আপাতত আরসিবির হয়ে খেলছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ভারতের মাটিতে অনেক ম্যাচ জয়ী ইনিংস উপহার দিয়েছেন ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েল বলেন, ‘অনেকে আমার শেষ ২০টি ওডিআই ম্যাচ নিয়ে কথা বলে। কিন্তু তারা বলেন না, ৬ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মহাদেশে বিভিন্ন জায়গায় এবং প্রতি চার মাসে একবার একটি ম্যাচে খেলতে হয় আমাকে।’ রেকর্ড নিয়ে বরাবর সচেতন থাকেন ম্যাক্সওয়েল। তিনি ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন। এ বারের বিশ্বকাপে দ্রুততম শতরান করলেন। এই নিয়ে তিনি বলেন যে, ‘আমি রেকর্ড সম্পর্কে খুব সচেতন। আমি বল মোকাবিলার ক্ষেত্রেও খুব সচেতন। আমি সবচেয়ে দ্রুততম ৫০, দ্রুততম ১০০-র রেকর্ড পছন্দ করি। আমি মনে করি এগুলো বেশ দুর্দান্ত রেকর্ড।’
উল্লেখ্য, নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া। ৪০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯০ রানে গুটিয়ে যায় ডাচরা। যার ফলে ৩০৯ রানের বিরাট ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ইতিহাসে যা কোনও দলের ক্ষেত্রে বড় মার্জিনে জয়।