ICC ODI Rankings: বাবরের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন গিল, হ্যাজলউডের সিংহাসন দখলের পথে সিরাজ
Shubman Gill: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মাঝেই সেরা ওডিআই ব্যাটার হওয়ার সুযোগ রয়েছে ভারতের তরুণ ওপেনার শুভমন গিলের কাছে। শারীরিক অসুস্থতার কারণে ভারতের হয়ে প্রথম ২ ম্যাচ খেলতে পারেননি গিল। তা না হলে, হয়তো আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষে থাকা বাবর আজমকে ইতিমধ্যেই ছাপিয়ে যেতেন শুভমন গিল।
দুবাই: ওডিআই বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মাঝেই আইসিসি ক্রমতালিকার (ICC ODI Rankings) শীর্ষে পৌঁছে যেতে পারেন শুভমন গিল (Shubman Gill)। ভারতের তরুণ ওপেনার শুভমন পাক অধিনায়ক বাবর আজমের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন। বিশ্বকাপের মাঝে আবার আইসিসি ব়্যাঙ্কিং প্রকাশিত হল। তাতে এখনও অবধি আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট ৮২৯। শুভমনের অবশ্য বাবরের থেকে বেশি পিছিয়ে নেই। তাঁর থেকে ছয় পয়েন্ট কম গিলের। ফলে এ কথা বলাই যায় বাবরের সিংহাসন দখলের পথে হাঁটছেন শুভমন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আইসিসি ব্যাটারদের তালিকার সিংহাসনে রয়েছেন বাবর আজম। ভারতের শুভমন গিল ৮২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। চলতি বিশ্বকাপে ৩টি সেঞ্চুরি করা প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি’কক রয়েছেন তিন নম্বরে। তাঁর পয়েন্ট ৭৬৯। ডি’ককের সতীর্থ হেনরিখ ক্লাসেন রয়েছেন চার নম্বরে। বিরাট কোহলি ৭৪৭ পয়েন্ট নিয়ে রয়েছেন পাঁচ নম্বরে। তাঁর সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। এই তালিকায় আট নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন জশ হ্যাজলউড। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৬৭০। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ সিরাজ। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৬৬৮। ফলে এ কথা বলাই যায় জশের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন সিরাজ। আইসিসি ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম ১০এ সিরাজ ছাড়া রয়েছেন কুলদীপ যাদব। তিনি রয়েছেন নয় নম্বরে।
আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষস্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৩২৪। এই তালিকায় প্রথম ১০ জনের মধ্যে আছেন রয়েছেন একজন ভারতীয় ক্রিকেটার। ২১৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের পর বিশ্রামে রয়েছেন হার্দিক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলেননি। শোনা গিয়েছে, লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধেও হয়তো তিনি খেলবেন না।