ENG vs SL, ICC World Cup 2023: বেঙ্গালুরুতে বাটলার-থিকশানারা যে রেকর্ড গড়তে চলেছেন…
England vs Sri Lanka, ICC ODI World Cup 2023: চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের সাত ও আট নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। দুটি দলই এখনও অবধি বিশ্বকাপে ৪টি করে ম্যাচ খেলেছে। তাতে দুই দলের জয় ১টি করে। আজ বেঙ্গালুরুতে কোন দল ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেটাই দেখার। তার আগে অবশ্য চোখ বুলিয়ে নিতে পারেন এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে সকল রেকর্ড গড়তে পারেন, তাতে।
![ENG vs SL, ICC World Cup 2023: বেঙ্গালুরুতে বাটলার-থিকশানারা যে রেকর্ড গড়তে চলেছেন... ENG vs SL, ICC World Cup 2023: বেঙ্গালুরুতে বাটলার-থিকশানারা যে রেকর্ড গড়তে চলেছেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/10/England-vs-Sri-Lanka-ICC-ODI-World-Cup-2023-Stats-Preview-of-Players-Records-and-Approaching-Milestones.jpg?w=1280)
বেঙ্গালুরু: গত বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এ বারের বিশ্বকাপে (ICC World Cup 2023) অবস্থা খুব খারাপ। এখনও অবধি ৪ ম্যাচ খেলে জো রুটদের জয় মাত্র ১টিতে। জোড়া ম্যাচ হেরে বিরাট চাপে রয়েছে ইংল্যান্ড (England)। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়েই আজ শ্রীলঙ্কার (Sri Lanka) মুখে নামছে জস বাটলারের ইংলিশ ব্রিগেড। পয়েন্ট টেবলে সাত ও আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। সেমিফাইনাল থেকে ক্রমেই দূরে সরছে জস বাটলারের দল। ইংল্যান্ড শিবিরের এই বিপর্যস্ত অবস্থার সুযোগ নিয়ে জয় ছিনিয়ে নিতে মরিয়া শ্রীলঙ্কা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে লক্ষ্মীবারের ENG vs SL ম্যাচের আগে এক ঝলকে দেখে নিন কোন কোন রেকর্ড গড়তে পারেন দুই দলের ক্রিকেটাররা।
ওডিআই ফর্ম্যাটে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সাক্ষাৎ হয়েছে মোট ৭৮ বার। তার মধ্যে ইংল্যান্ড জিতেছে ৩৮ বার আর শ্রীলঙ্কা জিতেছে ৩৬ বার। ১টি ম্যাচ টাই হয়েছিল এবং ৩টি ম্যাচ অমীমাংসিত। চিন্নাস্বামীতে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন —
১. জস বাটলার – ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৪০০টি চারের রেকর্ড গড়া থেকে ২টি চার দূরে রয়েছেন। একইসঙ্গে ইংলিশ ব্রিগেডের ক্যাপ্টেনকে ওডিআইতে ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে হলে ৯০ রান করতে হবে।
২. জো রুট – ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট ওডিআইতে ৫০টি ছয়ের রেকর্ড গড়া থেকে ১টি ছয় দূরে রয়েছেন। বিশ্বকাপে ১ হাজার রানের রেকর্ড গড়ার জন্য রুটকে আর করতে হবে ৭০ রান।
৩. বেন স্টোকস – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে হলে বেন স্টোকসকে করতে হবে আর ১৩৪ রান।
৪. মহেশ থিকশানা – শ্রীলঙ্কার তারকা বোলার মহেশ থিকশানা ওডিআইতে উইকেটের হাফসেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে রয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচে ডান পায়ে চোট পেয়েছিলেন থিকশানা। অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি এখন সুস্থ আছেন। এ বার দেখার ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি একাদশে থাকেন কিনা।
৫. চামিকা করুণারত্নে – আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলফলক স্পর্শ করতে হলে আর একটি উইকেট নিতে হবে শ্রীলঙ্কার চামিকা করুণারত্নেকে।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)