KL Rahul, IPL 2025: ‘স্বাধীনতা চেয়েছিলাম…’, আইপিএল নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল
LSG Retention for IPL 2025: লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন, প্রথম সই করানো ক্রিকেটার। তাঁর নেতৃত্বে প্রথম দু-মরসুমেই প্লে-অফে উঠেছিল লখনউ সুপার জায়ান্টস। গত সংস্করণে ধারাবাহিকতা দেখাতে পারেনি লখনউ। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুমের রিটেনশন লিস্ট প্রকাশ্যে। লখনউ সুপার জায়ান্টসও নিজেদের তালিকা জানিয়ে দিয়েছে। তাতে নেই ‘ক্যাপ্টেন’ লোকেশ রাহুলের নাম। প্রশ্ন উঠছিল কে কাকে ছেড়েছে! লখনউ তাঁকে রিটেন করেনি? নাকি লোকেশ রাহুল নিজে থাকতে চাননি! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সালে আত্মপ্রকাশ লখনউ সুপার জায়ান্টসের। প্রথম তারা সই করিয়েছিল লোকেশ রাহুলকেই। তিন মরসুম পর বিচ্ছেদ। আইপিএল নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল।
লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন, প্রথম সই করানো ক্রিকেটার। তাঁর নেতৃত্বে প্রথম দু-মরসুমেই প্লে-অফে উঠেছিল লখনউ সুপার জায়ান্টস। গত সংস্করণে ধারাবাহিকতা দেখাতে পারেনি লখনউ। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিল। কিন্তু গ্রুপ লিগের শেষ দিকে মাঠের বাইরের ঘটনায় লখনউ শিবিরে অস্বস্তি তৈরি হয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদের কাছে লজ্জাজনক হারের পরই দলের কর্ণধারকে দেখা যায় প্রকাশ্যেই লোকেশ রাহুলকে তিরস্কার করছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। এরপর নৈশভোজ, কলকাতায় মিটিং হলেও বরফ যে পুরোপুরি গলেনি, তা পরিষ্কার হয়ে যায় রিটেনশন তালিকা প্রকাশেই।
এ মাসেই আইপিএলের মেগা অকশন। লোকেশ রাহুলও অকশনে উঠবেন। স্টার স্পোর্টসে আনপ্লাগড লোকেশ রাহুলের টিজারে তাঁর মন্তব্য যেন আরও পরিষ্কার করে, রাহুল নিজেই লখনউ ছেড়েছেন। লোকেশ রাহুল বলেন, ‘আমি নতুন করে সব শুরু করতে চাইছিলাম। অন্য বিকল্প খুঁজছিলাম। এমন জায়গায় বা টিমে খেলতে চাই, যেখানে স্বাধীনতা থাকবে। টিমের পরিবেশ থাকবে খোলামেলা। অনেক সময় ভালো কিছু পাওয়ার জন্য কিছু ছেড়ে যেতে হয়। ভারতের টি-টোয়েন্টি টিম থেকেও অনেক দিন বাইরে। ঘুরে দাঁড়ানোই লক্ষ্য।’
Listen to former LSG skipper @klrahul talk about his journey at Lucknow, his captaincy and much more only on #KLRahulUnpluggedOnStar! 🗣️
Catch the FULL EPISODE 👉🏻 TUE 12 NOV, 10 PM (post the PKL match) on the Star Sports Network and the Star Sports YouTube channel! pic.twitter.com/Gki8SsZjjC
— Star Sports (@StarSportsIndia) November 11, 2024
অকশনে কোন টিম তাঁকে নেবে বলা কঠিন। তবে লোকেশ রাহুলের মতো ক্রিকেটারের জন্য অনেক দলই ঝাঁপাবে। তাঁর ব্যাটিং, কিপিং এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। একসঙ্গে নানা ভূমিকা পালনের দক্ষতা রয়েছে। ফলে অকশনে তাঁকে নিয়ে ঝড় উঠবে, প্রত্যাশা করাই যায়।